Arvind Kejriwal: ‘আমায় যেন গ্রেফতার না করে ইডি’, হাইকোর্টে কাতর আবেদন মুখ্যমন্ত্রী কেজরীবালের
Delhi Liquor Policy Scam: দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল। তাঁর আর্জি, আদালত যেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে বারণ করে। কেজরীবালের আরও আবেদন, তিনি যদি সমন মেনে হাজিরা দেন, তবে ইডি যেন তাঁকে গ্রেফতার না করে।
নয়া দিল্লি: যেকোনও সময়ে গ্রেফতার হতে পারেন! এই আশঙ্কাতেই কি বারংবার ইডির সমন এড়াচ্ছেন কেজরীবাল? আদালতে দিল্লির মুখ্যমন্ত্রীর আবেদন এই প্রশ্নই তুলে ধরল আরও একবার। দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)। তাঁর আর্জি, আদালত যেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)-কে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে বারণ করে। কেজরীবালের আরও আবেদন, তিনি যদি সমন মেনে হাজিরা দেন, তবে ইডি যেন তাঁকে গ্রেফতার না করে। আজ আদালতে কেজরীবালের পিটিশনের শুনানি রয়েছে।
দিল্লি আবগারি নীতি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের। এই মামলায় ইতিমধ্যেই ইডি ও সিবিআই-র হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। দুর্নীতি মামলায় জেরা করার জন্য ইতিমধ্যেই নয়বার সমন পাঠিয়েছে ইডি। কিন্তু কোনওবারই হাজিরা দেননি কেজরীবাল।
দিল্লি হাইকোর্টে জমা দেওয়া আবেদনে অরবিন্দ কেজরীবাল বলেছেন, “এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে আদালতে এই আশ্বাস দিতে হবে যে আমি সমন মেনে হাজিরা দিলে আমার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা হবে না।”
কেজরীবাল এ দিন আদালতে জানান যে ইডি যদি গ্রেফতার না করার আশ্বাস দেয়, তবে তিনি তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করতে এবং হাজিরা দিতে রাজি।
প্রসঙ্গত, বুধবারই দিল্লি হাইকোর্টে ইডির নয়টি সমন-কে চ্যালেঞ্জ করে কেজরীবালের আবেদনের শুনানি ছিল। শুনানিতে কেজরীবালের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, বাতিল হয়ে যাওয়া দিল্লির আবগারি নীতি মামলায় ইডির সামনে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল হাজিরা দিলেই তাঁকে গ্রেফতার করা হবে। এই জন্যই হাজিরা দিচ্ছেন না কেজরীবাল।
আদালত ইডির সমনের উপরে স্থগিতাদেশ না দিলেও, আগামী দুই সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জবাব দিতে বলেছে। আগামী ২২ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।