Vande Bharat Express: শীঘ্রই আসছে নতুন বন্দে ভারত, ৩০০ কিমি পথ পৌঁছনো যাবে পৌনে ২ ঘণ্টায়

Vande Bharat Express: ১২ এপ্রিল যাত্রা শুরু হবে দিল্লি-জয়পুর-আজমের বন্দে ভারত এক্সপ্রেসের। দিল্লি থেকে জয়পুর পৌঁছনো যাবে পৌনে ২ ঘণ্টায়।

Vande Bharat Express: শীঘ্রই আসছে নতুন বন্দে ভারত, ৩০০ কিমি পথ পৌঁছনো যাবে পৌনে ২ ঘণ্টায়
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 10, 2023 | 9:00 AM

চলতি বছরেই বিধানসভা নির্বাচন রাজস্থানে। আর এই বছরই রাজস্থান পেতে চলেছে তার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। এই সেমি হাইস্পিড ট্রেনের জন্য সে রাজ্যের জনগণের অপেক্ষা শেষ হতে চলেছে। আগামী ১২ এপ্রিলই দিল্লি-জয়পুর-আজমের রুটে বন্দে ভারতের চাকা গড়াবে বলে জানা গিয়েছে। এই নিয়ে বর্তমানে দেশে ১৩ টি বন্দে ভারত এক্সপ্রেস চলবে। এবার এই বন্দে ভারতের সময়সূচি সহ বিস্তারিত তথ্য জেনে নিন এই প্রতিবেদনে।

দিল্লি-জয়পুর-আজমের বন্দে ভারতের সময়সূচি:

এই ট্রেনটি সন্ধে ৬ টা বেজে ১০ মিনিটে দিল্লি থেকে যাত্রা শুরু করবে। গুরগাঁও স্টেশনে পৌঁছবে ৬ টা বেজে ৪৫ মিনিটে। রেওয়াড়ি স্টেশনে পৌঁছবে ৭ টা ৩৫ মিনিটে। আলওয়ার পৌঁছতে ৮ টা ২৫ বাজবে। আর রাত ১০ টা বেজে ২০ মিনিটে পৌঁছবে জয়পুর। আর আজমের পৌঁছবে রাত ১২ টা ১৫ মিনিটে।

ট্রেনের সাপ্তাহিক রুটিন:

সপ্তাহে ৬ দিন দিল্লি থেকে আজমের যাবে এই ট্রেন। শুধু বুধবার করে এই ট্রেন চলবে না। ট্রায়াল রানে এই ট্রেনটি দিল্লি থেকে জয়পুরে ৪ ঘণ্টাতেই পৌঁছে গিয়েছে। তবে এই ট্রেনটি প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে ছুটলে দিল্লি থেকে জয়পুর মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে। এই ট্রেনটি ৪৪২ কিমি অতিক্রম করছে ৬ ঘণ্টা ৫ মিনিটে।

টিকিটের দাম:

এখনও পর্যন্ত এই ট্রেনের টিকিটের দাম ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে, ৮০০ টাকার আশেপাশে হতে পারে এই ট্রেনের ভাড়া। আর এক্সিকিউটিভ ক্লাসের টিকিটের দাম ১,৮০০ টাকা।

এই ট্রেনের বিশেষত্ব:

রাজস্থানী খাবার পেঁয়াজ কচুরি, যোধপুরী পোলাও ও ডাল-বাটি পরিবেশন করা হবে ট্রেনে। তবে এর জন্য যাত্রীদের আলাদাভাবে টাকা দিতে হবে।