Akshardham Temple: দিল্লির অক্ষরধাম মন্দিরে মহাসমারোহে পালিত হল দীপাবলি ও অন্নকূট উৎসব
Annakut festival: দীপাবলিতে অসংখ্য দীপালোকে সেজে উঠেছে দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। এদিনই জাঁকজমকের সঙ্গে মন্দিরে পালিত হল অন্নকূট উৎসব। সকালে মহাপূজার পর বিগ্রহের উদ্দেশ্যে অন্ন নিবেদন করা হয়। তবে এই অন্নকূট উৎসব পৃথক কোনও উৎসব নয় বলে জানান দিল্লির অক্ষরধাম মন্দিরের ইন-চার্জ সাধক মুনিবৎসলদাস স্বামীজি।
নয়া দিল্লি:দীপাবলিতে (Diwali) অসংখ্য দীপালোকে সেজে উঠেছে দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির (Akshardham Temple)। এদিনই জাঁকজমকের সঙ্গে মন্দিরে পালিত হল অন্নকূট (Annakut) উৎসব। সকালে মহাপূজার পর বিগ্রহের উদ্দেশ্যে অন্ন নিবেদন করা হয়। তবে এই অন্নকূট উৎসব পৃথক কোনও উৎসব নয় বলে জানান দিল্লির অক্ষরধাম মন্দিরের ইন-চার্জ সাধক মুনিবৎসলদাস স্বামীজি। তিনি এই উৎসবের গুরুত্ব তুলে ধরে বলেন, “দীপাবলি হল ভগবান শ্রী রামের অযোধ্যায় প্রত্যাবর্তনের উদযাপনের উৎসব, যা অসত্যের উপর সত্যের, অন্ধকারের উপর আলোর, মন্দের উপর ভালর এবং অজ্ঞতার উপর জ্ঞানের প্রতীক। এই উৎসবটি এক নয়, পাঁচ দিনের – ধনতেরাস, চতুর্দশী, দীপাবলি, গোবর্ধন পূজা এবং ভাইফোঁটা।”
দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের অন্নকূট উৎসব সারা বিশ্বের কাছে দ্রষ্টব্য। দীপাবলিতে জাঁকজমকের সঙ্গে এই উৎসব পালিত হয়। ভক্তেরা তাঁদের বিশ্বাসের সঙ্গে ঈশ্বরকে ভোগ নিবেদন করেন। এবছর ১,২২১ জন নিরামিষাসী সাত্ত্বিক ভক্ত অক্ষরধাম মন্দিরের বিগ্রহকে ভোগ অর্পণ করবেন বলে আগেই মন্দিরের তরফে জানানো হয়েছিল। এদিন মহাপূজার পর স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের মহন্ত স্বামীজি মহারাজ সকল ভক্তদের সুস্থতা ও সমৃদ্ধির প্রার্থনা করেন। সারা বিশ্বে অবারিত শান্তি যাতে বজায় থাকে, তার প্রার্থনাও করা হয়েছে বলে জানান তিনি।
দীপাবলির সন্ধ্যায় রঙিন আলোর সঙ্গে প্রদীপালোকে সেজে উঠেছে দিল্লির অক্ষরধাম মন্দির। আকাশে নক্ষত্র মিটমিট করছে আর অক্ষরধামের উঠোনে সুন্দরভাবে সাজানো প্রদীপের শিখাগুলি জ্বলজ্বল করছে। দেখলে মনে হবে, এক স্বর্গীয় বাতাবরণের সৃষ্টি হয়েছে। মহন্ত স্বামীজি মহারাজ বলেন, প্রতিটি প্রদীপে জ্বলছে হরি ভক্ত, নাগরিক ও সমগ্র বিশ্বের জন্য শুভ কামনার শিখা।
কেবল দিল্লির অক্ষরধাম মন্দির নয়, বাপস-এর বর্তমান নেতা এইচ এইচ মহন্ত স্বামীজি মহারাজের নির্দেশনায় বিশ্বের ১৪০০টি মন্দিরে মহাসমারোহে দীপাবলি এবং অন্নকূট উৎসব পালিত হচ্ছে।