Madhya Pradesh Election: মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা, মধ্য প্রদেশে ঘোষণা বিজেপির ইস্তাহারে
বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশের পর মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টি। মধ্য প্রদেশের উন্নয়নের জন্য আমরা যে পরিকল্পনা করছি তার প্রতিফলন। আমরা যেটাই ভাবি, তা বাস্তবায়নের চেষ্টা করি। যখন দেখি মেয়েদের মাতৃগর্ভেই মেরে ফেলা হচ্ছে, তখন আমরা লক্ষ্মী যোজনা করেছি।”
ভোপাল: মধ্য প্রদেশ নির্বাচনের জন্য ইস্তাহার প্রকাশ করেছে বিজেপি। শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে শনিবার তা প্রকাশ করা হয়। সেই ইস্তাহারে গরিব পরিবারের মেয়েদের বিনামূল্য শিক্ষার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। স্নাতকোত্তর স্তর অবধি বিনামূল্য মেয়েদের শিক্ষার প্রতিশ্রুতি মধ্য প্রদেশে দিয়েছে পদ্মশিবির। কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়েও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তাহারে। বিজেপির প্রতিশ্রুতি, প্রতি কুইন্টার ধানের জন্য ৩১০০ টাকা এবং প্রতি কুইন্টাল গমের জন্য ২৭০০ টাকা দেওয়া হবে কৃষকদের।
বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশের পর মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টি। মধ্য প্রদেশের উন্নয়নের জন্য আমরা যে পরিকল্পনা করছি তার প্রতিফলন। আমরা যেটাই ভাবি, তা বাস্তবায়নের চেষ্টা করি। যখন দেখি মেয়েদের মাতৃগর্ভেই মেরে ফেলা হচ্ছে, তখন আমরা লক্ষ্মী যোজনা করেছি।”
VIDEO | BJP releases manifesto for Madhya Pradesh Assembly polls.#MadhyaPradeshElection2023 #AssemblyElectionsWithPTI pic.twitter.com/gCsZ2dyuzV
— Press Trust of India (@PTI_News) November 11, 2023
এই ইস্তাহারের প্রসঙ্গে বলা হয়েছে, “মোদী কি গ্যারান্টি অ্যান্ড বিজেপি কা ভরোসা।” এর পাশাপাশি তাঁর সরকারের চালু করা জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পও বিজেপি জিতলে আগামী দিনে চালু থাকবে বলে জানিয়েছেন তিনি।
মধ্য প্রদেশে বিধানসভা নির্বাচন হবে এক দফায়। আগামী ১৭ নভেম্বর সে রাজ্যের ভোটগ্রহণ। মোট ২৩০টি আসনে ভোটগ্রহণ হবে। নির্বাচনের ফল জানা যাবে ৩ ডিসেম্বর।