কত টাকা দিলে স্বপ্ন কেনা যায়, চলুন শাহরুখের মতো একবার হেঁটে দেখি এই ‘DUNKI’ রুটে

Dunki Route: শুধু ঝুঁকিপূর্ণই নয়, ব্যয়সাপেক্ষও ডানকি রুট। ভারত থেকে আমেরিকার কোথাও যেতে ১৫ থেকে ৪০ লক্ষ টাকা অবধি খরচ হয়। অনেক সময়ে এই রুট দিয়ে নিয়ে যাওয়ার দর ৭০ লক্ষ অবধিও পৌঁছতে পারে। যত বেশি টাকা, তত ঝুঁকি কম। ১৫ লক্ষ টাকা দিয়ে ডানকি রুট ধরে যাওয়া যায় পর্তুগালে। ২৫ লক্ষ টাকা লাগে জার্মানি যেতে আর আমেরিকা যাওয়ার খরচ ৪৫ লক্ষ টাকা!

কত টাকা দিলে স্বপ্ন কেনা যায়, চলুন শাহরুখের মতো একবার হেঁটে দেখি এই 'DUNKI' রুটে
হেঁটে দেখুন ডানকি রুটে। Image Credit source: Red Chilles Entertainment
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2023 | 11:21 AM

নয়া দিল্লি: আবার শুরু এসআরকে ফিভার। বক্সঅফিসে এসেছে বলিউডের কিং খানের নতুন সিনেমা ডানকি। রাজকুমার হিরানির নির্দেশনায় শাহরুখের (Shah Rukh Khan) নতুন সিনেমা আর পাঁচটা মশলাদার সিনেমার মতো নয়। একটু ভিন্ন স্বাদের। সেই কারণে বক্স অফিসেও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ডানকি। তবে শুরু থেকেই শাহরুখের এই সিনেমার যে বিষয়টি সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছিল, তা হল সিনেমার নাম। ডানকি (Dunki), এই নামটি এসেছে ডানকি রুট (Dunki Route) থেকে। কী এই রুট, কেনই বা এমন নাম জানেন?

তৃতীয় বিশ্বের বসবাস করি আমরা। তৃতীয় বিশ্বের দেশে বসবাসকারী বহু নাগরিকেরই স্বপ্ন, প্রথম বিশ্বের দেশ, বিশেষ করে আমেরিকায় যাওয়ার এবং সেখানে গিয়ে নতুন করে জীবন শুরু করার। উন্নত ও আধুনিক জীবনযাত্রার স্বপ্নে মার্কিন মুলুকে পা রাখার স্বপ্ন দেখেন অনেকেই, কিন্তু পাসপোর্ট-ভিসা, ওয়ার্ক পারমিট জোটে খুব অল্প সংখ্যক মানুষের কপালেই। তবে এমনও অনেকে রয়েছেন, যারা তাদের ‘আমেরিকান ড্রিম’ পূরণ করতে মরিয়া। আর সেখানেই আসে ডানকি।

শাহরুখ খান, তাপসী পান্নু, ভিকি কৌশল ও বোমান ইরানি অভিনীত এই সিনেমা ডানকি রুটের উপরে ভিত্তি করেই তৈরি হয়েছে। মূলত পঞ্জাব, হরিয়ানা ও গুজরাটের বহু যুবক-যুবতীই ডানকি রুট ধরে দিনের পর দিন পায়ে হেঁটে জঙ্গল, নদী ও সমুদ্র পেরিয়ে আমেরিকা, কানাডা যায়। এই রুটে রয়েছে একাধিক মৃত্যুফাঁদও।

ডানকি শব্দের উৎপত্তি-

ডানকি শব্দটি এসেছে ডঙ্কি বা গাধা থেকে। পঞ্জাবীতে প্রচলিত একটি প্রবাদ রয়েছে, যেখানে গাধার পিঠে চেপে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কথা বলা হয়। ভয়ঙ্কর এই রুট ধরে লক্ষ লক্ষ যুব সম্প্রদায় আমেরিকা, ইংল্যান্ড বা ইউরোপে যাওয়ার যে প্রচেষ্টা করেন, তাই-ই ডানকি রুট নামে পরিচিত।

ডানকি রুটের গন্তব্য কোথায়?

মার্কিন আবগারি ও সীমান্ত সুরক্ষার তথ্য অনুযায়ী, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৪২ হাজার ভারতীয় ডানকি রুট ধরে আমেরিকায় প্রবেশ করেছে। ২০২২ সালের নভেম্বর থেকে এখনও অবধি প্রায় ৯৭ হাজার ভারতীয় অনুপ্রবেশের চেষ্টা করেছে এবং মার্কিন প্রশাসনের হাতে গ্রেফতার হয়েছে। পঞ্জাব থেকে যারা আসেন, তারা মূলত কানাডায় যান। হরিয়ানা থেকে আসা যুব প্রজন্মের আবার গন্তব্য হয় আমেরিকা।

ডানকি রুটে কত খরচ?

শুধু ঝুঁকিপূর্ণই নয়, ব্যয়সাপেক্ষও ডানকি রুট। ভারত থেকে আমেরিকার কোথাও যেতে ১৫ থেকে ৪০ লক্ষ টাকা অবধি খরচ হয়। অনেক সময়ে এই রুট দিয়ে নিয়ে যাওয়ার দর ৭০ লক্ষ অবধিও পৌঁছতে পারে। যত বেশি টাকা, তত ঝুঁকি কম। ১৫ লক্ষ টাকা দিয়ে ডানকি রুট ধরে যাওয়া যায় পর্তুগালে। ২৫ লক্ষ টাকা লাগে জার্মানি যেতে আর আমেরিকা যাওয়ার খরচ ৪৫ লক্ষ টাকা!

অনুপ্রবেশ।

ডানকি রুট-

ডানকি রুটের প্রথম ধাপ হল ভারত থেকে লাতিন আমেরিকায় প্রবেশ। মূলত ইকুয়েডর, বলিভিয়া, গুয়েনা, ব্রাজিল বা ভেনেজুয়েলায় নিয়ে যাওয়া হয়। লাতিন আমেরিকার কোনও দেশ বাছাইয়ের পিছনেও বিশেষ কারণ রয়েছে। ভারতীয়দের এই সব দেশে পৌঁছনো সহজ। এই দেশগুলি ভারতীয়দের ভিসা অন অ্যারাইভাল দেয়।

ডানকি রুটের প্রথম ধাপেই একটি বিকল্প রুটও রয়েছে, তা হল ভারত থেকে দুবাই, সেখান থেকে মেক্সিকো। তবে মেক্সিকোয় গ্রেফতারির সম্ভাবনা থাকায় অনেক সময়ই এজেন্টরা অনুপ্রবেশকারীদের মেক্সিকোর বদলে কলম্বিয়ায় নিয়ে যায়।

পানামার গভীর জঙ্গলে প্রবেশ-

কলম্বিয়ায় প্রবেশের পর শুরু হয় ডানকি রুটের দ্বিতীয় ধাপ, যা হল পানামার গভীর জঙ্গল। ডারিয়ান গ্যাপ টপকে, দুই দেশের মাঝে অবস্থিত জঙ্গল পায়ে হেঁটে পার করতে হয়। এক বা দুদিনের হাঁটা পথ নয়, এই জঙ্গল অতিক্রম করতে ৮ থেকে ১০ দিন সময় লাগে কমপক্ষে। এই রুটে যেমন বন্য প্রাণীর আক্রমণের ভয় থাকে, তেমনই খাবার ও পরিষ্কার পানীয় জলের তীব্র সঙ্কটও রয়েছে। অপরাধীদেরও স্বর্গরাজ্য এই অঞ্চল। লুঠপাট, ডাকাতি, ধর্ষণের মতো ঘটনা আকছার হয়ে থাকে।

মেক্সিকোর পদে পদে বিপদ-

কলম্বিয়ায় সুরক্ষিত রুটও রয়েছে। সান আন্ড্রেসের মধ্যে দিয়ে মাছ ধরার নৌকায় করে প্রায় ১৫০ কিলোমিটার পথ অতিক্রম করে মেক্সিকোয় নিয়ে যাওয়া হয়। তবে এতে খরচ অনেক বেশি। মেক্সিকো থেকে গুয়েতামালা ধরে আমেরিকায় বেআইনিভাবে প্রবেশ করা হয়। তবে সবথেকে ঝুঁকিপূর্ণ হল মেক্সিকোর পথই, কারণ এখানে প্রশাসনের নজরে পড়লেই জেল বা মৃত্যু নিশ্চিত। অনুপ্রবেশ রুখতেই আমেরিকা ও মেক্সিকোর মাঝে ৩১৪০ কিলোমিটার দীর্ঘ প্রাচীর দেওয়া হয়েছে। অনুপ্রবেশকারীদের আমেরিকা প্রবেশ করার জন্য় এই প্রাচীর টপকাতে হয়। যারা প্রাচীর টপকাতে পারেন না, তারা রিও গ্রান্ডে নদী সাঁতরে আমেরিকা প্রবেশ করতে হয়।

ইউরোপের রুট-

ডানকি রুট ধরে শুধু আমেরিকা নয়, ইউরোপেও যাওয়া যায়। অনেক অনুপ্রবেশকারীই মেক্সিকোর বদলে ইউরোপ দিয়েও আমেরিকা প্রবেশ করেন। বেআইনি ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও, ডানকি রুট ধরে বছর বছর লক্ষাধিক ভারতীয় প্রথম বিশ্বের দেশে অনুপ্রবেশ করে শুধুমাত্র বেশি টাকা উপার্জন ও ভাল জীবনযাত্রার লক্ষ্যে। পঞ্জাব, হরিয়ানা থেকে এখন উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ ও গুজরাটের বহু যুবক-যুবতী ডানকি রুট ধরে অনুপ্রবেশ করছে অন্য দেশে। এই রুটের উপরই ভিত্তি করে তৈরি শাহরুখের ডানকি সিনেমা।

ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
যেন ক্লিয়ারেন্স সেল, পুরনো দামে মিলছে IRCTC, CONCOR
যেন ক্লিয়ারেন্স সেল, পুরনো দামে মিলছে IRCTC, CONCOR
পাহাড় চড়ল দালাল স্ট্রিট, আপার সার্কিট হিট করল একাধিক শেয়ার
পাহাড় চড়ল দালাল স্ট্রিট, আপার সার্কিট হিট করল একাধিক শেয়ার
নতুন বছরে নিন এই রেজোলিউশন, আসতে পারে অর্থনৈতিক স্বাধীনতা
নতুন বছরে নিন এই রেজোলিউশন, আসতে পারে অর্থনৈতিক স্বাধীনতা
কাটা ঘুড়ির মতো গোঁত্তা খেয়ে বাস্তবতার মাটিতে আছড়ে পড়েছে বাংলাদেশ
কাটা ঘুড়ির মতো গোঁত্তা খেয়ে বাস্তবতার মাটিতে আছড়ে পড়েছে বাংলাদেশ