Ashwini Vaishnaw: ‘রেলের বেসরকারিকরণ করা হবে না’, সাফ জানালেন রেলমন্ত্রী
Indian Railway: রেলের উন্নয়নে যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাতে আগামী ৫০ বছর কাজে লাগবে বলেও বুধবার দাবি করেছেন অশ্বিনী বৈষ্ণব।
নয়াদিল্লি: রেলের বেসরকারিকরণ করা হবে না। রেলকে বেসরকারি হাতে তুলে দেওয়ার কোনও পরিকল্পনা নেই মোদী সরকারের। বুধবার লোকসভায় এ কথা আরও এক বার জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মহারাষ্ট্রের এক সাংসদ রেলের বিভিন্ন উন্নয়নমূলক কাজ কর্ম, স্টেশনের উন্নতির ব্যাপারে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নোত্তর পর্বের সময়ই এ কথা জানিয়েছেন রেলমন্ত্রী। পাশাপাশি দেশের প্রায় ১২০০ স্টেশনকে উন্নতমানের করে তোলার কাজ সরকারি সাহায্যেই হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এর পাশাপাশি রেলের উন্নয়নে যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাতে আগামী ৫০ বছর কাজে লাগবে বলেও বুধবার দাবি করেছেন অশ্বিনী বৈষ্ণব। মোদী সরকারের আমলে সরকারি বিভিন্ন সম্পত্তি বিক্রি করে দেওয়ার অভিযোগ প্রায়শই তোলেন বিরোধীরা। রেলকে বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে মোদী সরকার। এ অভিযোগও শোনা যায়। সেই পরিস্থিতিতে রেলমন্ত্রীর এই বক্তব্যের যথেষ্ট গুরুত্ব রয়েছে।
মহারাষ্ট্রের কল্যাণের সাংসদ রেলের পরিকাঠামো উন্নয়ন এবং দেশের বিভিন্ন প্রান্তে স্টেশনে দখলকারির প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন। সেই দখলকারি মুক্ত করতে ক্ষতিপূরণের বিষয়টিও উঠে এসেছিল। সেই সঙ্গে রেলের উন্নতির খাতে বেসরকারি অবদান নিয়েও প্রশ্ন করেন তিনি। এ সব প্রশ্নের জবাব দিতে উঠে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “রেল এমনিতেই খুব জটিল একটা ব্যবস্থা। দেশের বিভিন্ন প্রান্তের যোগাযোগ ব্যবস্থা এবং পরিষেবা জড়িয়ে এর সঙ্গে। স্টেশনের বিষয়গুলি আরও জটিল। এ নিয়ে সরকার খুব পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য কয়েকটি পরীক্ষামূলক ভাবে পিপিপি মডেল ছাড়া দেশের প্রায় ১২০০ স্টেশনের উন্নয়ন নিজের টাকায় করছে সরকার। এতে বেসরকারি অংশীদারিত্ব নেই। রেলের পরিচালনার ব্যাপারেও সরকার পরিচ্ছন্ন সিদ্ধান্ত নিয়েছে। রেলের বেসরকারিকরণ করা হবে না।”
তবে রেলের বেসরকারিকরণ না করার কথা এর আগেও জানিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গত বছর মার্চ মাসে এ কথা জানিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, এ বছর বাজেটে রেলের বরাদ্দ অনেক বাড়িয়েছে নরেন্দ্র মোদীর সরকার।