Dharmendra Pradhan: প্রযুক্তি এবং শিক্ষকদের সহায়তায় আমাদের শিক্ষার্থীরা হতে পারে ‘টার্মিনেটর’: ধর্মেন্দ্র প্রধান

Dharmendra Pradhan MOUs with Meta: ভারতে উদ্যোগপতিদের উন্নয়নের জন্য তথ্য প্রযুক্তি সংস্থা মেটা (META)-র সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করল কেন্দ্রীয় শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোগ মন্ত্রক। এই অংশীদারিত্বের সূচনা করেন দফতরের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

Dharmendra Pradhan: প্রযুক্তি এবং শিক্ষকদের সহায়তায় আমাদের শিক্ষার্থীরা হতে পারে 'টার্মিনেটর': ধর্মেন্দ্র প্রধান
মেটা-র সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্মেন্দ্র প্রধান Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2023 | 6:49 PM

নয়া দিল্লি: মঙ্গলবার (৫ সেপ্টেম্বর), ভারতে উদ্যোগপতিদের উন্নয়নের জন্য তথ্য প্রযুক্তি সংস্থা মেটা (META)-র সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করল কেন্দ্রীয় শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোগ মন্ত্রক। এই অংশীদারিত্বের সূচনা করে দফতরের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘প্রযুক্তি এবং শিক্ষকদের সহায়তা, আমাদের শিক্ষার্থীদের ‘টার্মিনেটর’-এ পরিণত করতে পারে। আমাদের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগপতিদের ক্ষমতায়নের জন্য আজ যে উদ্যোগগুলি চালু করা হল, তা দেশকে অনেক দূর এগিয়ে যাবে।’

তিন বছরের জন্য এই চুক্তি স্বাক্ষর করা হয়ছে। এই অংশীদারিত্বের আওতায় ১০ লক্ষ উদ্যোগপতি, ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। যারা ইতিমধ্যেই কোনও উদ্যোগ শুরু করেছেন এবং যাঁরা নতুন উদ্যোগ শুরু কথা ভাবছেন, দুই পক্ষই এই দক্ষতা উন্নয়নের সুযোগ পবেন। মেটা প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের ডিজিটাল বিপণন দক্ষতায় প্রশিক্ষণ দেওয়া হবে। শুরুতে ৭টি আঞ্চলিক ভাষায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে ডিজিটাল বিপণনের প্রশিক্ষণ পাবেন তাঁরা। পরবর্তী ক্ষেত্রে এর পরিসর আরও বাড়ানো হবে।

এছাড়া, এআইসিটিই (AICTE) অনুমোদিত কলেজগুলির শিক্ষার্থীদের জন্য একটি ২ বছরের AVGC-XR-AI ডিপ্লোমা কোর্স চালু করা হবে। এই কোর্সের মাধ্যমে প্রায় ১ লক্ষ ছাত্রছাত্রী এবং ২০,০০০ শিক্ষকশিক্ষিকাকে AR, VR, AI, এবং XR প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে, সারা ভারতে শিক্ষার্থী, শিক্ষাবিদ এবং উদ্যোগপতিরা বিশেষভাবে ক্ষমতায়িত হবেন এবং একুশ শতকের প্রযুক্তি-চালিত বিশ্বের জন্য প্রয়োজনীয় দক্ষতা লাভ করবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদীর আমলেই ভারতে প্রথমবার সম্পদ সৃষ্টিকারীদের বিকাশের প্রয়োজনীয়তার দিকে নজর দেওয়া হয়েছে। চলতি বছরে স্বাধীনতা দিবসের দিন, লাল কেল্লা থেকেও প্রধানমন্ত্রী সম্পদ সৃষ্টির গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি আরও জানান, ভারতে গণতন্ত্র, বৈচিত্র্য এবং জনসংখ্যার অন্তর্নিহিত শক্তি রয়েছে। এই অন্তর্নিহিত শক্তিগুলির সঙ্গে প্রযুক্তির সংমিশ্রণ সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে দিয়েছে ভারতকে। তিনি ভারতের টায়ার ২ এবং টায়ার ৩ শহরের যুব সমাজের উদাহরণ টানেন। জানান, এই সকল ছোট শহর থেকেও বহু যুবক-যুবতী প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে স্ব-স্ব ক্ষেত্রে ছাপ রেখেছে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, একুশ শতকের প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পাঠ্যক্রম, জাতীয় শিক্ষা নীতি ২০২০ তৈরি করা হয়েছে। এই নয়া শিক্ষা নীতিতে, উদ্যোগপতিদের উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। বর্তমানে ভারতে যে নতুন উদ্যোগ স্থাপনের প্রবণতা তৈরি হয়েছে, তা এই শিক্ষা নীতির ফল বলেই দাবি করেছেন তিনি।