Global fire power index: ভারতীয় জওয়ানরা জোর টক্কর দিচ্ছে চিন-আমেরিকাকে, পাত্তাই পাচ্ছে না পাকিস্তান
Global fire power index report: 'গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স' অনুযায়ী ভারতবর্ষের সামরিক শক্তি আগের তুলনায় কিছুটা বাড়লেও, এখনও ভারত তালিকার চতুর্থ স্থানেই রয়েছে। তবে তালিকায় স্থান যাই হোক, ভারত যে এখন বিশ্বের প্রথম সারির শক্তিগুলির সঙ্গে সহজেই পাল্লা দিতে পারে, তা স্পষ্ট বোঝা গিয়েছে এই তালিকা থেকে। রিপোর্ট অনুযায়ী সশস্ত্র বাহিনীগুলির মোট জওয়ান সংখ্যার নিরিখে বিশ্বে ভারতই এক নম্বরে।

নয়া দিল্লি: ২০২৪ সালে সামরিক শক্তিতে কোন দেশ সকলের আগে? তালিকা প্রকাশ করল বিশ্বের অন্যতম সামরিক শক্তি সূচক সংস্থা, ‘গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স’। তালিকা অনুযায়ী ভারতবর্ষের সামরিক শক্তি আগের তুলনায় কিছুটা বাড়লেও, এখনও ভারত তালিকার চতুর্থ স্থানেই রয়েছে। এক নম্বরে রয়েছে আমেরিকা, দুই নম্বরে রাশিয়া, তিনে চীন। আর আমাদের প্রতিবেশি দেশ পাকিস্তানের স্থান হয়েছে নয় নম্বরে। তবে তালিকায় স্থান যাই হোক, ভারত যে এখন বিশ্বের প্রথম সারির শক্তিগুলির সঙ্গে সহজেই পাল্লা দিতে পারে, তা স্পষ্ট বোঝা গিয়েছে এই তালিকা থেকে।
রিপোর্ট অনুযায়ী সশস্ত্র বাহিনীগুলির মোট জওয়ান সংখ্যার নিরিখে বিশ্বে ভারতই এক নম্বরে। ভারতের মোট সামরিক সদস্যের সংখ্যা ৫১ লক্ষ ৩৭ হাজার ৫৫০ জন। দ্বিতীয় স্থানে আছে রাশিয়া, ৩৫ লক্ষ ৭০ হাজার। তৃতীয় স্থানে চিন, ৩১ লক্ষ ৭০ হাজার। চতুর্থ স্থানে আমেরিকা, ২১ লক্ষ ২৭ হাজার ৫০০ জন। তবে, সক্রিয় সদস্যের নিরিখে ভারতকে পিছনে ফেলে দিয়েছে চিন। চিনের সক্রিয় সামরিক সদস্যের সংখ্যা ২০ লক্ষ ৩৫ হাজার। সেখানে ভারতের সক্রিয় জওয়ানের সংখ্যা, ১৪ লক্ষ ৫৫ হাজার ৫৫০ জন। রাশিয়ার ১৩ লক্ষ ২০ হাজার। আমেরিকার ১৩ লক্ষ ২৮ হাজার। রিজার্ভ জওয়ানের সংখ্যায় অবশ্য ভারত অনেকটাই পিছনে রয়েছে, সপ্তম স্থানে। ভারতের রিজার্ভ জওয়ানের সংখ্যা ১১ লক্ষ ৫৫ হাজার।
২৫ লক্ষ ২৭ হাজার সদস্যের আধা সামরিক বাহিনী নিয়ে, ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। বিশ্বের সবথেকে বড় আধা সামরিক বাহিনী রয়েছে বাংলাদেশের হাতে, ৬৮ লক্ষ! চিন আছে চতুর্থ স্থানে, ৬ লক্ষ ২৫ হাজার। স্থলসেনার সংখ্যাতেও দ্বিতীয় স্থানে ভারত। ভারতীয় সেনাবাহিনীর সদস্য সংখ্যা ২১ লক্ষ ৯৭ হাজার ১১৭ জন। এই বিষয়ে সবার আগে আছে চিন, ২৫ লক্ষ ৪৫ হাজার। আমেরিকার স্থলসেনা বাহিনীতে রয়েছে ১৪ লক্ষ ৩ হাজার ২০০ জওয়ান। ইউক্রেন যুদ্ধর দৌলতে রাশিয়ার স্থলসেনার সংখ্যা অনেকটা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫০ হাজারে। আর পাকিস্তানের স্থলসেনার সংখ্যা ১৩ লক্ষ ১১ হাজার ৫০০ জন।
বায়ুসেনা এবং নৌসেনা কর্মীর সংখ্যায় বিশ্বের মধ্যে ভারতের স্থান যথাক্রমে তৃতীয় ও চতুর্থ। ভারতের বায়ুসেনা কর্মীর মোট সংখ্যা, ৩ লক্ষ ১০ হাজার ৫৭৫ জন। আর নৌসেনা সদস্যর সংখ্যা, ১ লক্ষ ৪২ হাজার ২৫২ জন। দুই ক্ষেত্রেই বিশ্বের ১ নম্বর দেশ আমেরিকা। মার্কিন বায়ুসেনার সংখ্যা ৭ লক্ষ ১ হাজার ৫০০ জন। আর নৌসেনা ৬ লক্ষ ৬৭ হাজার ১০৮ জন। ৪ লক্ষ বায়ুসেনা এবং ৩ লক্ষ ৮০ হাজার নৌসেনা শক্তি নিয়ে, দুই বাহিনীর শক্তিতেই দ্বিতীয় স্থানে আছে চিন।





