Video: গোটা হাসপাতাল উড়িয়ে আনল বায়ুসেনা! বিপর্যয়ের মোকাবিলায় ‘ভীষ্ম’

BHISHM hospital airdrop Video: আকাশ থেকে প্যারাসুটে বেঁধে নামিয়ে দেওয়া হল মাটিতে। যে জায়গায় কোনও চিকিৎসার সুযোগ ছিল না, মাত্র ১২ মিনিটে সেখানে তৈরি হয়ে গেল অত্যাধুনিক এক হাসপাতাল। শুনে অবাক লাগতে পারে। মনে হতে পারে কল্পকাহিনি। কিন্তু, মঙ্গলবার (১৪ মে) এমনই দৃশ্যের সাক্ষী হয়েছে উত্তর প্রদেশের আগ্রা।

Video: গোটা হাসপাতাল উড়িয়ে আনল বায়ুসেনা! বিপর্যয়ের মোকাবিলায় 'ভীষ্ম'
আকাশপথে নেমে এল ভীষ্ম হাসপাতাল
Follow Us:
| Updated on: May 15, 2024 | 7:10 PM

আগ্রা: আগ্রা: উড়ে এল হাসপাতাল। আকাশ থেকে প্যারাসুটে বেঁধে নামিয়ে দেওয়া হল মাটিতে। যে জায়গায় কোনও চিকিৎসার সুযোগ ছিল না, মাত্র ১২ মিনিটে সেখানে তৈরি হয়ে গেল অত্যাধুনিক এক হাসপাতাল। শুনে অবাক লাগতে পারে। মনে হতে পারে কল্পকাহিনি। কিন্তু, মঙ্গলবার (১৪ মে) এমনই দৃশ্যের সাক্ষী হয়েছে উত্তর প্রদেশের আগ্রা। বায়ুসেনার একটি এএন-৩২ বিমানে উড়িয়ে আনা হয় প্রায় ৭২০ কেজি ওজনের একটি পোর্টেবল হাসপাতাল। পোর্টেবল, অর্থাৎ, হাসপাতালটিকে ইচ্ছেমতো এদিক-ওদিন সরিয়ে নিয়ে যাওয়া যায়। আগ্রার মালপুরা ড্রপিং জোনে, ১০০০ ফুট উচ্চতা থেকে প্যারাসুটে বেঁধে ছেড়ে দেওয়া হয়েছিল হাসপাতালটি। বায়ুসেনা জানিয়েছে, যে জায়গায় অবতরণ করার কথা ছিল, একেবারে সেই নির্দিষ্ট জায়গাতেই নেমেছে হাসপাতালটি। পরীক্ষা সফল হওয়ায়, কোনও জরুরি অবস্থা বা প্রাকৃতিক দুর্যোগের সময়, যেকোনও প্রতিকূল স্থানে হাসপাতালগুলি মোতায়েন করা যাবে বলে অনুমান করা হচ্ছে। দ্রুত চিকিৎসা পৌঁছে দেওয়া যাবে দুর্গম থেকে দুর্গমতর এলাকাগুলিতে।

১২ মিনিটের মধ্যে মোতায়েন করা যায় হাসপাতালগুলি

আসলে এই হাসপাতালটি ‘ভীষ্ম’ (BHISHM) প্রকল্পের অন্তর্গত। ভীষ্ম, অর্থাৎ, ‘ভারত হেলথ ইনিশিয়েটিভ ফর সহযোগ, হিত অ্যান্ড মৈত্রী’। ভারত সরকারের এই প্রকল্পের আওতায় পোর্টেবল হাসপাতালটি নকশা করেছে এআরডিআই-এর আগ্রা শাখা। এটি কিউব অর্থাৎ, ঘনকাকার। জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং উন্নতমানের চিকিৎসা সহায়তা প্রদানের জন্যই এই পোর্টেবল হাসপাতালগুলি নকশা করা হয়েছে। এই ধরনের পরিস্থিতিতে, বায়ুসেনা বিমানে করে হাসপাতালটিকে উড়িয়ে নিয়ে গিয়ে, সংশ্লিষ্ট জায়গায় ফেলে দেবে। সমন্বিত চিকিৎসা পরিষেবা প্রদান, রিয়েল-টাইম পর্যবেক্ষণ এবং হাসপাতাল পরিচালনার সুবিধার্থে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) এবং তথ্য বিশ্লেষণকে কাজে লাগানো হয়েছে। তৈরি করা হয়েছে বিশে্ষ সফ্টওয়্যার, ‘ভীষ্ম সফ্টওয়্যার সিস্টেম’।

এই হাসপাতালে একসঙ্গে সর্বোচ্চ ২০০ জন পর্যন্ত হতাহতের কে চিকিৎসা করা যাবে। কিউবগুলি অত্যন্ত মজবুত, জলরোধী, ওজনে হালকা এবং সৌর শক্তি ও ব্যাটারিতে চলে। ভীষ্ম হাসপাতালে এইরকম ৩৬টি এয়ার-কিউব রয়েছে। এর জন্য খরচ পড়েছে দেড় কোটি টাকা। এতে একটি অপারেশন থিয়েটার, ভেন্টিলেটর, এক্স-রে মেশিন, রক্ত পরীক্ষা এবং অন্যান্য চিকিৎসা সুবিধা রয়েছে। গুলির লাগার ক্ষত, পোড়ার ক্ষত, মাথা, মেরুদণ্ড এবং বুকের আঘাত, হাড় ভেঙে যাওয়া এবং আরও বেশ কিছু গুরুতর আঘাতের চিকিত্সার সুবিধা রয়েছে ভীষ্মে।

বিভিন্ন চিকিৎসা সুবিধা আছে এই পোর্টেবল হাসপাতালে

এছাড়া, ভীষ্মে মোট ৩৬টি কিউআর কোডওয়ালা বাক্স রয়েছে। জরুরী সময়ে, সাধারণ মানুষও এই বাক্সগুলি খুলে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বের করে ব্যবহার করতে পারবেন। এছাড়া রয়েছে, একটি ছোট জেনারেটর এবং দুটি স্ট্রেচার। লাদাখ এবং কার্গিলের মতো প্রতিকূল জায়গায়, এই হাসপাতালগুলি ব্যাপক কাজে আসবে বলে অনুমান করা হচ্ছে।

আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?