ICG Chases: গুজরাট উপকূলে আটক ইরানি নৌকো, তল্লাশি চালিয়ে মিলল ৪২৫ কোটি টাকার মাদক দ্রব্য
ICG Chases: গুজরাট উপকূলে আটক ইরানি নৌকো। সেই নৌকোয় তল্লাশি চালিয়ে মিলল ৪২৫ কোটি টাকার ৬১ কেজি মাদক দ্রব্য।
আহমেদাবাদ: গুজরাট উপকূল (Gujarat Coast) থেকে ৬১ কেজি মাদক দ্রব্য উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard)। গুজরাটের এটিএস-র থেকে তথ্য পাওয়ার পরই গুজরাট উপকূলে অভিযানে নামে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। তারপর সেখানেই ৫ জন সদস্য সহ একটি ইরানের নৌকো বাজেয়াপ্ত করেন আধিকারিকরা। সেই নৌকোয় তল্লাশি চালিয়ে ৪২৫ কোটি টাকার ৬১ কেজি মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
পিআইবি-র তরফে জানানো হয়েছে, “এটিএস গুজরাটের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (আইসিজি) ৪২৫ কোটি টাকা মূল্যের ৬১ কেজি মাদক দ্রব্য সহ ৫ জন ক্রু সহ একটি ইরানি নৌকা আটক করেছে।” গুজরাট উপকূল থেকে সেই নৌকো এবং ৫ জন সদস্যকে তদন্তের জন্য ওখাতে নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে, এটিএস গোয়েন্দাদের তরফে পাওয়া তথ্যের ভিত্তিতেই সজাগ হয়ে যায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। সোমবারই দুটি নজরদারি জাহাজ মোতায়েন করা হয় উপকূলে। আরব সাগরে নজরদারির জন্য রাখা হয় আইসিজিএস মীরা বেহন ও আইসিজিএস অভীক।
Watch: Indian Coast Guard based on inputs by ATS Gujarat apprehend Iranian boat carrying drugs worth Rs. 425 crores in Arabian Sea. pic.twitter.com/h8z3ueftaP
— Sidhant Sibal (@sidhant) March 6, 2023
প্রতিরক্ষা খাতের বিবৃতি অনুযায়ী, “গভীর রাতে ওখা উপকূল থেকে প্রায় ৩৪০ কিলোমিটার (১৯০ মাইল) দূরে ভারতীয় জলসীমায় একটি নৌকা সন্দেহজনকভাবে চলাচল করতে দেখা যায়। আইসিজি জাহাজের ধাওয়া করতেই নৌকাটি এড়িয়ে যেতে শুরু করে।” তারপর মোতায়েন করা আইসিজি জাহাজ ধাওয়া করতেই থামতে বাধ্য হয় সেই নৌকো। তল্লাশি করে দেখা যায় সেটি ইরানের নৌকো এবং সেখানে ৫ জন সদস্য ছিলও। তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলাকালীন তাঁরা খুব সন্দেহজনক আচরণ করে বলেও জানা যায়।