J&K Election 2024: ৩ ধাপে জম্মু-কাশ্মীরে নির্বাচন, ফল প্রকাশ ৪ অক্টোবর, ঘোষণা নির্বাচন কমিশনের

J&K Election: জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, "সম্প্রতিই আমরা জম্মু-কাশ্মীর পরিদর্শনে গিয়েছিলাম নির্বাচনের প্রস্তুতি দেখার জন্য। অদ্ভুত উন্মাদনা দেখা গিয়েছে সাধারণ মানুষের মধ্যে। রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ-সকলেই চান দ্রুত নির্বাচন হোক।

J&K Election 2024: ৩ ধাপে জম্মু-কাশ্মীরে নির্বাচন, ফল প্রকাশ ৪ অক্টোবর, ঘোষণা নির্বাচন কমিশনের
জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার।Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2024 | 6:02 PM

নয়া দিল্লি: অবশেষে জম্মু-কাশ্মীরে হতে চলেছে বিধানসভা নির্বাচন (J&K Assembly Election)। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর এই প্রথম নির্বাচন হতে চলেছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, তিন ধাপে নির্বাচন হবে জম্মু-কাশ্মীরে। র পাশাপাশি হরিয়ানাতে এক দফাতেই বিধানসভা নির্বাচন হবে। ভোটের ফল প্রকাশ ৪ অক্টোবর।

জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, মোট তিন দফায় বিধানসভা নির্বাচন হবে। প্রথম দফার নির্বাচন হবে১৮ সেপ্টেম্বর। দ্বিতীয় দফায় ২৫ সেপ্টেম্বর এবং তৃতীয় দফায় ১ অক্টোবর ভোট গ্রহণ হবে। ভোটের ফল প্রকাশ হবে ৪ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৭ অগস্ট। ৩০ অগস্ট মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ।

প্রসঙ্গত, ৩৭০ অনুচ্ছেদ প্রত্য়াহার ও জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্য়াহারের পর এই প্রথম উপত্যকায় বিধানসভা নির্বাচন হতে চলেছে।

জম্মু-কাশ্মীরের পাশাপাশি হরিয়ানার বিধানসভা নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়। আগামী ১ অক্টোবর, এক দফাতেই হরিয়ানায় বিধানসভা নির্বাচন হতে চলেছে।  মোট ৯০টি আসনে ভোট গ্রহণ হবে। ৪ অক্টোবর একইসঙ্গে জম্মু-কাশ্মীর ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে।

এ দিন সাংবাদিক বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, “সম্প্রতিই আমরা জম্মু-কাশ্মীর পরিদর্শনে গিয়েছিলাম নির্বাচনের প্রস্তুতি দেখার জন্য। অদ্ভুত উন্মাদনা দেখা গিয়েছে সাধারণ মানুষের মধ্যে। রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ-সকলেই চান দ্রুত নির্বাচন হোক। জম্মু-কাশ্মীরে ভোটকেন্দ্রগুলিতে যে লম্বা লাইন দেখা গিয়েছিল, তা শুধুমাত্র ভোটদানের জন্য নয়, নিজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সাধারণ মানুষ শুধু পরিবর্তনই নয়, সেই পরিবর্তনের অংশ হতে চেয়েছিলেন। ব্যালেট ওভার বুলেট-র স্বপ্নই প্রতিষ্ঠিত হয়েছে। উপত্য়কায় ৫১ শতাংশ ভোট পড়েছিল। জম্মু-কাশ্মীরের মানুষ বুলেটের বদলে ব্যালেটকেই বেছে নিয়েছে।”

তিনি আরও বলেন, “কাশ্মীরী পরিযায়ী ভোটারদের জন্য ২৬টি স্পেশাল বুথ তৈরি করা হয়েছিল দেশের বিভিন্ন প্রান্তে। ভোটারদের সুবিধার জন্য নাম নথিভুক্তকরণ ও ভোটদান প্রক্রিয়াও সহজ করা হয়েছে। জম্মু-কাশ্মীরে শান্তিপূর্ণভাবে ভোটদান হয়েছে। কোনও উপনির্বাচনের প্রয়োজন হয়নি। এর জন্য জম্মু-কাশ্মীরের মানুষ, নির্বাচন কমিশনের সদস্য ও নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)