The Kerala Story: ‘ভবিষ্যতের ভূত’, ‘তিনকন্যা’র ওপরও কোপ পড়েছিল, মমতা সরকারকে আক্রমণ নাড্ডার

The Kerala Story: বাংলায় এসে হামলার মুখে পড়তে হয়েছিল বলেও দাবি করেন জে পি নাড্ডা। তিনি বলেন আমার নিরাপত্তা রক্ষীর ওপর, আমার ওপর হামলা করা হয়েছিল। বাংলায় নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। 

The Kerala Story: 'ভবিষ্যতের ভূত', 'তিনকন্যা'র ওপরও কোপ পড়েছিল, মমতা সরকারকে আক্রমণ নাড্ডার
জে পি নাড্ডা
Follow Us:
| Edited By: | Updated on: May 13, 2023 | 1:11 AM

নয়া দিল্লি: একদিকে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। সিনেমা নিষিদ্ধ করায় প্রশ্ন তুলেছেন খোদ প্রধান বিচারপতি। এবার সেই ইস্যুতেই মমতা সরকারকে কার্যত তুলোধনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ‘ভবিষ্যতের ভূত’ বা ‘তিনকন্যা’র মতো সিনেমার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। শুক্রবার দিল্লিতে এক অনুষ্ঠান থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি।

এদিন এক বই প্রকাশ অনুষ্ঠানে গিয়ে নাড্ডা বলেছেন, ‘বাংলা যা আজ ভাবে, ভারত তা আগামিকাল ভাবে, এমন কথা প্রচলিত ছিল আগে। কিন্তু এখন বাংলার অবস্থা দেখে খারাপ লাগে। তৃণমূল কংগ্রেস সরকারের অধীনে রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক বলেও মন্তব্য করেছেন তিনি। এরপরই উল্লেখ করেন দ্য কেরালা স্টোরির কথা। সেই প্রসঙ্গে তিনি বলেন, এর আগে পশ্চিমবঙ্গে ভবিষ্যতের ভূত সিনেমাটি সিনেমাহল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কারণ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। পার্ক স্ট্রিট ধর্ষণ-কাণ্ডের প্রসঙ্গ থাকায় তিনকন্যা ছবি কিছু অংশ বাদ দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন জে পি নাড্ডা কারণ সেখানে। শুধু সিনেমার কথাই নয়, নাড্ডার মুখে উঠে আসে অম্বিকেশ-প্রসঙ্গ। কার্টুনিস্ট-অধ্যাপককে গ্রেফতার করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

বাংলায় এসে হামলার মুখে পড়তে হয়েছিল বলেও দাবি করেন জে পি নাড্ডা। তিনি বলেন আমার নিরাপত্তা রক্ষীর ওপর, আমার ওপর হামলা করা হয়েছিল। বাংলায় নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

উল্লেখ্য, বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি নিষিদ্ধ ঘোষণা হওয়ায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অন্য়ান্য রাজ্যে চললেও কেন বাংলায় নিষিদ্ধ করা হল, তা নিয়ে রাজ্যের কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট।

নাড্ডার মন্তব্য প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘বাংলার প্রতি বঞ্চনা প্রতিদিন বাড়ছে। জেপি নাড্ডা বোধ হয় ভুলে গিয়েছেন, একাধিক সিনেমা বিজেপি সরকার বিভিন্ন সময়ে, বিভিন্ন রাজ্যে ব্যান করেছে। গণতন্ত্রকে যাঁরা হত্যা করেন, তাঁদের মুখে এই ধরনের কথা শোভা পায় না।’