Ram Lalla: প্রাণ প্রতিষ্ঠার পর জানেন আজ কী হবে রাম মন্দিরে? রইল দর্শন, আরতির সময়ের বিস্তারিত

Ram Lala: আপাতত যেহেতু প্রচুর মানুষের ভিড় হবে রামমন্দিরে, দর্শনের সময় দিনে ১৪ থেকে ১৫ ঘণ্টা অবধি হতে পারে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা অবধি রামমন্দিরের দরজা ভক্তদের জন্য খোলা থাকতে পারে। দুপুর ১টা নাগাদ ভোগ দেওয়ার পর মন্দির ঘণ্টা দু'য়েকের জন্য বন্ধ রাখা হতে পারে। তখন বিশ্রাম করবে রামলালা।

Ram Lalla: প্রাণ প্রতিষ্ঠার পর জানেন আজ কী হবে রাম মন্দিরে? রইল দর্শন, আরতির সময়ের বিস্তারিত
দিনে কতক্ষণ খোলা থাকছে রাম মন্দির জানুন বিস্তারিত।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Jan 23, 2024 | 10:12 AM

অযোধ্যা: সোমবার মহোৎসবের মধ্যে দিয়ে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পূর্ণ হয়েছে। মঙ্গলবার অর্থাৎ আজ ২৩ জানুয়ারি থেকে কীভাবে রামলালার পুজো হবে এবং পুজো সংক্রান্ত যাবতীয় বিষয়ের জন্য তৈরি হয়েছে নিয়মবিধি। রামউপাসনা নামে এক সংহিতা তৈরি করা হয়েছে এর জন্য। মন্দিরের পুজোর যাবতী বিধান রয়েছে তাতে। এই নিয়ম মেনে ভোর থেকেই পুজো শুরু। শ্রীরাম জন্মভূমি তীর্থ ট্রাস্টের তরফে জানানো হয়েছে, প্রতি ঘণ্টায় ফল ও দুধ ভোগ দেওয়া হবে রামলালাকে।

আপাতত যেহেতু প্রচুর মানুষের ভিড় হবে রামমন্দিরে, দর্শনের সময় দিনে ১৪ থেকে ১৫ ঘণ্টা অবধি হতে পারে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা অবধি রামমন্দিরের দরজা ভক্তদের জন্য খোলা থাকতে পারে। দুপুর ১টা নাগাদ ভোগ দেওয়ার পর মন্দির ঘণ্টা দু’য়েকের জন্য বন্ধ রাখা হতে পারে। তখন বিশ্রাম করবে রামলালা। বেলা ৩টে থেকে ফের দর্শন শুরু হবে। এরই মাঝে সন্ধ্যা ৭টায় আরতি হতে পারে।

পুজোর রীতি অনুযায়ী, সকালে ঘুম থেকে তোলার পর রামলালাকে লাল চন্দন আর মধুতে স্নান করানো হয়। দুপুরের বিশ্রাম, সন্ধ্যার ভোগ ও আরতির পর শয়ন দেওয়ার আগে ১৬ মন্ত্র প্রক্রিয়া শেষ করতে হবে। দিনে পাঁচবার আরতি হবে মন্দিরে। সপ্তাহের এক একদিন রামলালা এক এক রঙের পোশাক পরবে। সাধারণ দিনে রাম লালা সোমবার সাদা পোশাক পরে, বিশেষ দিনে পরে হলুদ। মঙ্গলবার রামলালার পোশাকের রঙ হয় লাল। বুধবার সবুজ পোশাক, বৃহস্পতিবার হলুদ, শুক্রবার আবার হালকা হলুদ বা ক্রিম রঙের পোশাক, শনিবার নীল, রবিবার গোলাপি। নিয়ম মেনে নিয়মিত এখানে চলবে রামের ভজন।