Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ajit Doval: ‘আমার শরীরে চিপ বসানো আছে’, দোভালের বাড়িতে প্রবেশ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক ব্যক্তি

Ajit Doval: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বাড়িতে প্রবেশ করার চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক ব্যক্তি।

Ajit Doval: 'আমার শরীরে চিপ বসানো আছে', দোভালের বাড়িতে প্রবেশ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক ব্যক্তি
অজিত দোভালের বাড়িতে প্রবেশের চেষ্টা এক ব্যক্তির
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2022 | 1:42 PM

নয়া দিল্লি : সাত সকালে চাঞ্চল্যকর ঘটনা। খোদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের (Ajit Doval) বাড়িতে প্রবেশ করার চেষ্টা করলেন এক ব্যক্তি। গেটে ঢুকতে যেতেই তাঁকে হাতেনাতে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। গাড়িতে চেপে প্রবেশ করার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। ধরা পড়ার পর পুলিশের জেরায় তিনি দাবি করেন তাঁর শরীরে একটি চিপ বসানো আছে। তাঁকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছেন বলেও উল্লেখ করেন ওই ব্যক্তি। যদিও পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, আসলে বিষয়টা তেমন নয়। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলেই জানিয়েছে পুলিশ।

অজিত দোভালের বাসভবনের সামনে রয়েছে বিশাল নিরাপত্তা বাহিনী। সেই নিরাপত্তা এড়িয়েই এ দিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বাড়িতে প্রবেশ করার চেষ্টা করেছিলেন ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলে পুলিশ। জেরায় ওই ব্যক্তি বলেন, ‘আমার শরীরে কেউ চিপ বসিয়ে দিয়েছে। সেই আমাকে নিয়ন্ত্রণ করছে। তবে পুলিশ জানিয়েছে, চিপ বসানোর তথ্য ঠিক নয়।’ প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে, ওই ব্যক্তি মানসিকভাবে স্থিতিশীল নন।

কেন্দ্রের জেড প্লাস নিরাপত্তা পান অজিত দোভাল। তাঁর বাড়িতে রয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা। পুলিশ জানিয়েছে সামনের গেট দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। তিনি বেঙ্গালুরুর বাসিন্দা বলে জানা গিয়েছে। এ দিন ছুটি নিয়ে বাড়িতেই ছিলেন অজিত দোভাল। তাই প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন বলে মনে করা হলেও, বিষটা গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশের বিশেষ সেল।

আরও পড়ুন : Anti BJP Front: লক্ষ্য বিজেপি বিরোধী জোট? মমতার পর এবার শিবসেনার সঙ্গে বৈঠকে কেসিআর

আরও পড়ুন : Narendra Modi: মাঘ পূর্ণিমায় কীর্তনে অংশ নিলেন মোদী, টুইট করলেন ‘বিশেষ মুহূর্তের’ ভিডিয়ো