Anti BJP Front: লক্ষ্য বিজেপি বিরোধী জোট? মমতার পর এবার শিবসেনার সঙ্গে বৈঠকে কেসিআর

Anti BJP Front: রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি বিরোধিতায় বাকি দলের নেতাদের একত্রিত করতে প্রধান ভূমিকা পালন করতে চাইছেন কেসিআর। জানা গিয়েছে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কেসিআরের কথা হয়েছে।

Anti BJP Front: লক্ষ্য বিজেপি বিরোধী জোট? মমতার পর এবার শিবসেনার সঙ্গে বৈঠকে কেসিআর
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2022 | 1:08 PM

মুম্বই: লোকসভা নির্বাচনের (Loksobha Election 2024) এখনও দু’বছর বাকি থাকলেও ইতিমধ্যেই বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসার পর বিজেপি বিরোধী দলগুলির মধ্যে এই বিষয়ে সক্রিয়তা আরও বাড়বে। হাতে সময় থাকলেও চুপ করে বসে থাকতে রাজি নন বিরোধী দলের নেতানেত্রীরা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যক আসন জিতে ক্ষমতায় আসার পর এই বিষয়ে সবথেকে বেশি সক্রিয় হয়ে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তড়িঘড়ি শিবেসনা প্রধান উদ্ধব ঠাকরে এবং এনসিপি নেতা শরদ পওয়ার সঙ্গে সাক্ষাতে মুম্বই উড়ে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শরদ পওয়ার সঙ্গে দেখা হলেও মমতা মুম্বই সফরে উদ্ধবের সাক্ষাৎ পাননি। মমতার পর বেশ কয়েকদিন ধরেই এক দক্ষিণী রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি বিরোধিতার সুর সপ্তমে নিয়ে যাচ্ছেন। তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrasekhar Rao)। টিআরএস প্রধান বেশ কিছুদিন ধরেই বিজেপিকে তীব্র আক্রমণ করছিলেন। রাজনৈতিক মহলের জল্পনা ছিল এবার হয়তো জাতীয় রাজনীতিতে পা রাখতে চান কেসিআর। সেই জল্পনাকে আরও জোরালো করে মুম্বই সফরে যাচ্ছেন চন্দ্রশেখর রাও।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) সঙ্গে দেখা করতেই কেসিআর-এর মুম্বই সফর বলেই জানা গিয়েছে। টাইমস নাওতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বুধবারই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ে নিজের সমর্থনের কথা জানিয়েছেন। জানা গিয়েছে, চলতি মাসের ২০ তারিখই মুম্বইতে উদ্ধবের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কেসিআর। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর দফতর থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, “তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে আগামী ২০ তারিখ মুম্বইতে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে কেসিআর যে লড়াই চালাচ্ছেন তাতে পূর্ণ সমর্থন জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি বিরোধিতায় বাকি দলের নেতাদের একত্রিত করতে প্রধান ভূমিকা পালন করতে চাইছেন কেসিআর। জানা গিয়েছে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কেসিআরের কথা হয়েছে। সাম্প্রতিক এক জনসভা থেকে কেসিআর জানিয়েছিলেন, জনবিরোধী নীতির কারণে কেন্দ্রের বিজেপি সরকারকে ছুড়ে ফেলে দেওয়া উচিৎ। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছিলেন, “উদ্ধব ঠাকরে আমার জন্য অপেক্ষা করছেন। শ্রী রামানুচার্যের অনুষ্ঠান শেষ হলেই যেকোনও সময়ে আমি মুম্বই যেতে পারি।” এখনও ২০ তারিখ মুম্বইয়ে কেসিআর- উদ্ধব ঠাকরে বৈঠকে কী নিয়ে আলোচনা হয় সেদিকেই নজর থাকবে সকলের।

আরও পড়ুন: Manish Tiwari on Leaving Congress: ‘যখন ওই জায়গায় পৌঁছব, তখন সেতু পার করব…’, কংগ্রেস ছাড়বেন মণীশ তিওয়ারিও?