Manipur Incident: ‘অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়া হোক’, মুখ্যমন্ত্রীকে ফোন স্বরাষ্ট্রমন্ত্রী শাহের
Amit Shah-N Biren Singh: সংরক্ষণ নিয়ে বিগত প্রায় তিন মাস ধরে উত্তপ্ত মণিপুর। এরইমধ্যে একটি লজ্জাজনক ভিডিয়ো প্রকাশ্যে আসে। একদল ব্যক্তি দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটাতে দেখা যায় ভাইরাল ভিডিয়োয়। কুকি সম্প্রদায়ভুক্ত ওই দুই মহিলাকে গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ।

এন বীরেন সিংকে ফোন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।Image Credit source: TV9 বাংলা
নয়া দিল্লি: মণিপুরের (Manipur) ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। সম্প্রতিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিয়ো, যেখানে দেখা যায় দুই মহিলাকে জোর করে বিবস্ত্র করে হাঁটানো হয়। ওই দুই মহিলাকে গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় গোটা দেশ। এই ঘটনা জানতে পেরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ফোন করেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং(N Biren Singh)-কে। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীদের দ্রুত গ্রেফতারি ও কড়া শাস্তির নির্দেশ দেন।
সংরক্ষণ নিয়ে বিগত প্রায় তিন মাস ধরে উত্তপ্ত মণিপুর। এরইমধ্যে একটি লজ্জাজনক ভিডিয়ো প্রকাশ্যে আসে। একদল ব্যক্তি দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটাতে দেখা যায় ভাইরাল ভিডিয়োয়। কুকি সম্প্রদায়ভুক্ত ওই দুই মহিলাকে গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ। এই ভিডিয়ো ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। জানা গিয়েছে, ভিডিয়োটি গত ৪ মে-র। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সহ শাসক-বিরোধী বিভিন্ন রাজনৈতিক নেতারা টুইট করে ঘটনার তীব্র নিন্দা করেন।
এই খবর পেয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে। ওই দুই মহিলার নিগ্রহের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বিস্তারিত তথ্য জানতে চান। সূত্রের খবর, ওই ঘটনায় অভিযুক্তদের যাতে কড়া শাস্তি দেওয়া হয়, তার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ দিন সকালে সংসদের অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মণিপুরের ইস্যু নিয়ে মুখ খোলেন। ঘটনার তীব্র নিন্দা করেন তিনি এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে গতকালই ফোন করেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি।

কোন সময় জন্ম হলে জীবনে আসবে সুখ, উপচে পড়বে অর্থ?

ক্রেডিট কার্ডে সোনা কিনছেন? এই ভুল করলে সর্বশান্ত হতে হবে

ভারতের কোথায় সবচেয়ে বেশি মুসলিম বাস করে জানেন?

বিবাহ-বিচ্ছেদ হলে কি পুরুষরাও স্ত্রীয়ের কাছে খোরপোশ দাবি করতে পারেন?

এই তিন রাশির হাতে আগামী ৩ মাসে ঢুকবে গোছা গোছা টাকা, দূরে পালাবে শত্রুরা

এক্ষুনি বদলান এই ৬ অভ্যাস, নইলে স্মার্টফোনের বাজবে বারোটা!