AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi Birthday: মোদীর জন্মদিন আগেই কার্যত বড় সাফল্য! ‘নমো কে নাম রক্তদান’ অভিযানে ৫৬ হাজারের বিশাল রেকর্ড

Blood donation camp for PM Modi’s 75th birthday: এই রক্তদান অভিযানে অংশগ্রহণ করে প্রায় ৭৫,০০০ শ্রমিক, ৪,০০০ব্লাড ব্যাঙ্ক, ৫,০০০ ডাক্তার, ১ লক্ষেরও বেশি স্বেচ্ছাসেবক এবং ৩ লক্ষেরও বেশি রক্তদাতা। গুজরাট সরকারের মন্ত্রী হর্ষ সাংভি সোশ্যাল মিডিয়ায় 'নমো কে নাম রক্ত ​​দান' অভিযানের বিস্তারিত শেয়ার করেছেন।

PM Modi Birthday: মোদীর জন্মদিন আগেই কার্যত বড় সাফল্য! 'নমো কে নাম রক্তদান' অভিযানে ৫৬ হাজারের বিশাল রেকর্ড
| Edited By: | Updated on: Sep 17, 2025 | 12:20 AM
Share

সুরাট: ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তার ঠিক আগে গুজরাটে হয়ে গেল “নামো কে নাম রক্তদান” নামে এক অভূতপূর্ব কর্মসূচি। মোদীর জন্মদিনের পাশাপাশি অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপনের জন্যও এই উদ্য়োগ নেওয়া হয়েছে। ৩৭৮টি মেগা রক্তদান শিবির থেকে ৫৬,২৬৫ ইউনিট রক্ত সংগ্রহের বিশাল রেকর্ডও হয়ে গিয়েছে এই কর্মসূচি থেকে। সব শিবিরেই বড় মাত্রায় সরকারি কর্মীরাও অংশ নেন। যোগ দেয় সরকারি কর্মচারিদের ইউনিয়নগুলিও। 

এই রক্তদান অভিযানে অংশগ্রহণ করে প্রায় ৭৫,০০০ শ্রমিক, ৪,০০০ব্লাড ব্যাঙ্ক, ৫,০০০ ডাক্তার, ১ লক্ষেরও বেশি স্বেচ্ছাসেবক এবং ৩ লক্ষেরও বেশি রক্তদাতা। সুরাটের উধনার আর.এন. নায়ক উচ্চ বিদ্যালয়েও একটি রক্তদান শিবিরও আয়োজন করা হয়েছিল। স্থানীয় কর্পোরেটর এবং সুরাট পরিবহন সমিতির সভাপতি সোমনাথভাই মারাঠে সকাল সাড়ে ১০ টায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন। সমাজকর্মী রাধেশ্যামভাই শুক্লা, কিশোরভাই ঠক্কর, স্কুলের অধ্যক্ষ অনন্তকুমার নায়ক, এসভিএস সমন্বয়কারী গিরিশভাই প্যাটেল, দক্ষিণাবেন খ্রিস্টান এবং প্রাচীবেন দেশাই সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গুজরাট সরকারের মন্ত্রী হর্ষ সাংভি সোশ্যাল মিডিয়ায় ‘নমো কে নাম রক্ত ​​দান’ অভিযানের বিস্তারিত শেয়ার করেছেন। তিনি বলেছেন, “ভারতের বুকে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত! অপারেশন সিঁদুর এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে, রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নগুলি ‘নমো কে নাম রক্ত ​​দান’ কর্মসূচির মাধ্যমে কার্যত বিশ্ব রেকর্ড তৈরি করেছে। তারা ৩৭৮টি মেগা রক্তদান শিবির আয়োজন করেছে, যেখানে ৫৬,২৬৫ ইউনিট রক্ত ​​সংগ্রহ করা হয়েছে। ভারতের ইতিহাসে এই প্রথম কোনও নেতার জন্মদিনে সরকারি কর্মচারীরা এত বড় আকারের রক্তদান অভিযান আয়োজন করেছেন।”