Jammu and Kashmir: ফের কি বড়ো কোনও অ্যাকশনে সেনা? জম্মুর সাম্বায় জারি নাইট কার্ফু
Jammu and Kashmir: মূলত, নিরাপত্তা আরও জোরদার করেই পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি বিএসএফের নজরদারি আরও বাড়ানো এবং রাতের বেলায় বেআইনি কার্যকলাপ রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নয়া দিল্লি: অপারেশন সিঁদুরের আগে দেশজুড়ে মকড্রিল করতে বলা হয়েছিল কেন্দ্রের তরফে। সেই মতো গোটা দেশজুড়ে প্রস্তুতি শুরু হয়। এই আবহের মধ্যেই হঠাৎ করেই গোটা দেশ জানতে পারে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুরের’ অভিযানের কথা। এবারও কি তেমনই কোনও বড় পদক্ষেপ করতে চলেছে ফৌজিরা? সেনা সূত্রে খবর, জম্মুর সাম্বা সেক্টরের সীমান্তরেখা থেকে দু’কিলোমিটারের মধ্যে নাইট কার্ফু জারি করেছে প্রশাসন।
ভারতীয় সেনা জঙ্গিদের বিরুদ্ধে আবারও কোনও বড়সড়ো ‘অ্যাকশনে’ যেতে পারে। সেই কারণে এই কার্ফু জারি করা হয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর। পাশাপাশি যে কোনও ধরনের বেআইনি কার্যকলাপের উপর যাতে বিএসএফ নজর রাখতে পারে তার জন্যও এই সিদ্ধান্ত। স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করার পরই কার্ফু জারি করা হচ্ছে বলে খবর। বস্তুত, চলতি বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে পাকিস্তানের সঙ্গে সীমান্ত ভাগ নিয়ে এই এলাকার প্রথম সপ্তাহ পর্যন্ত রাতের কার্ফু জারি ছিল।
বিএসএফ সূত্রে খবর, সাম্বায় সীমান্তে নজরদারি আরও জোরদার করতেই সাম্বার জেলা ম্যাজিস্ট্রেট আয়ুশি সুদান এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী দু’মাস আপাতত চলবে এই কার্ফু। আন্তর্জাতিক সীমান্তের ২ কিলোমিটারের মধ্যে সমস্ত এলাকায় রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন কার্ফু জারি করা হয়েছে।
মূলত, নিরাপত্তা আরও জোরদার করেই পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি বিএসএফের নজরদারি আরও বাড়ানো এবং রাতের বেলায় বেআইনি কার্যকলাপ রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র বৈধ কারণে চলাচলের অনুমতি দেওয়া হবে। তবে তার জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক ভাবে দেখাতে হবে। আর যাঁরা এই নিয়ম মানবে না, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গিয়েছে।

