অক্সিজেন এক্সপ্রেস চালালেন মহিলা রেলকর্মীরা
এই নিয়ে টুইট করেছেন দেশের রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)
বেঙ্গালুরু: করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। দেশে অক্সিজেনর (Oxygen) ঘাটতি। সম্প্রতি মৃত্যু কিছুটা কমেছে। কমেছে সংক্রামকের সংখ্যাও। সারা দেশ মাথা তুলে দাঁড়াতে চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকল দেশ। টাটানগর থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হওয়া অক্সিজেন এক্সপ্রেস চালালেন মহিলা রেলকর্মীরা। ১২০ টন (120 Tonne) তরল অক্সিজেনবাহী ট্রেনের চালকের আসনে দেখা গেল মহিলা রেলকর্মীদের।
এই নিয়ে টুইট করেছেন দেশের রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি জানিয়েছেন, সপ্তম অক্সিজেন এক্সপ্রেস জামশেদপুর থেকে বেঙ্গালুরু এসে পৌঁছেছে। ট্রেনটি চালিয়েছেন মহিলা রেলকর্মীরা। আগামী দিনেও মহিলা পরিচালিত অক্সিজেন এক্সপ্রেস চলবে। তিনি আরও লেখেন, করোনা যুদ্ধে ভারতীয় রেল কোনও রকম খামতি রাখেনি। গ্রিন করিডোর বানানো হয়েছে। এতে বিশেষ সুবিধা পাবেন রোগীরা। গ্রিন করিডর দিয়ে রোগীদের জন্য দ্রুতই পৌঁছে যাবে অক্সিজেন এক্সপ্রেস।
ইতিমধ্যেই দিল্লি, কেরল, অন্ধ্রপ্রদেশে অক্সিজেন এক্সপ্রেস পৌঁছেছে। দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে ১২০ টন অক্সিজেন দিল্লিতে পাঠানো হয়েছে। কর্নাটক সরকার অক্সিজেনের অভাবের কথা কেন্দ্রীয় রেল মন্ত্রককে জানিয়েছিল। সেই আবেদনে সারা দিয়ে বেঙ্গালুরুতে অক্সিজেন পাঠানো হয়। গত দুদিন ধরে করোনার সংক্রমণ কিছুটা কমেছে। আবার আশার আলো দেখতে শুরু করেছে দেশবাসী। দ্রুতই সব আয়ত্তে এসে যাবে বলে মনে করছে অভিজ্ঞ মহল।