Congress National Anthem Row: জাতীয় সঙ্গীতও জানেন না কংগ্রেস নেতারা? ‘জনগণমন’-র বদলে গাওয়া হল…
Congress National Anthem Row: সমরাগ্নি যাত্রার সমাপ্তিতে জাতীয় সঙ্গীতের অবমাননা! ভুল জাতীয় সঙ্গীত গাইলেন কংগ্রেস নেতা পালোড়ে রবি। অবিলম্বে ভুল সংশোধনের চেষ্টা করেন কংগ্রেসের অন্যান্য নেতারা। তবে, এই নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছে কেরল কংগ্রেস।
কোচি: কংগ্রেসের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ! কেরলে কংগ্রেসের এক সভার সমাপ্তির সময়, জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে সম্পূর্ণ ভুল গাইলেন তিরুবনন্তপুরম জেলা কংগ্রেসের সভাপতি পালোড়ে রবি। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ওই সভার সমাপ্তি ঘোষণা করার কথা ছিল। নিজেই জাতীয় সঙ্গীত শুরু করতে এগিয়ে আসেন পালোড়ে রবি। কিন্তু, জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে তিনি ‘জনগণমন অধিনায়ক জয় হে’-র বদলে গেয়ে বসেন, ‘জনগণমঙ্গলদায়ক জয় হে’! সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন এআইসিসি সাধারণ সম্পাদক সচিন পাইলট, সাংসদ শশী থারুর-সহ বিশিষ্ট কংগ্রেস নেতারা। অবিলম্বে অবশ্য ভুলটা ধরা পড়ে এবং কংগ্রেসর বিধায়ক টি সিদ্ধিক একপ্রকার মাইকটি পালোড়ে রবির হাত থেকে কেড়ে নেন। মুখে গাওয়ার বদলে, সিডিতে জাতীয় সঙ্গীত চালানোর প্রস্তাব দেন কং বিধায়ক। শেষ পর্যন্ত এক কংগ্রেস নেত্রী এগিয়ে এসে সঠিকভাবে জাতীয় সঙ্গীত গেয়ে মুখরক্ষা করেন।
বৃহস্পতিবার কেরলে কংগ্রেসের ‘সমরাগ্নি যাত্রা’র সমাপ্তি সভা ছিল। সেখানেই সভার একেবারে শেষ অংশে এই বিপত্তি ঘটে। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, সভার শেষ অংশে পালোড়ে রবি নিজেই জাতীয় সঙ্গীত গাইতে মাইকের কাছে এগিয়ে এসেছিলেন। উপস্থিত দনগণকে তিনি জাতীয় সঙ্গীতের সম্মানে উঠেও দাঁড়াতে বলেন। কিন্তু, তারপর জাতীয় সঙ্গীত গাইতে গিয়েই ভুল পঙক্তি গেয়ে বসেন। তাঁর ঠিক পাশেই ছিলেন বিধায়ক টি সিদ্ধিক। তিনি সঙ্গে সঙ্গে ভুলটচা ধরতে পেরে, রবিকে একপাশে সরিয়ে দিয়ে তাঁর হাত থেকে মাইকটি নিয়ে নেন। মঞ্চে উপস্থিত সচিন পাইলট, শশী থারুর-সহ অন্যান্য নেতারা দৃশ্যতই বিব্রত হন।
@ShashiTharoor sir, don’t you think your colleague #PalodeRavi is a disaster that being an ex-MLA representing a section of people in #India he is not able to sing the NATIONAL ANTHEM properly? We did that in our school daily! Seriously and @INCIndia blames #ModiJi and #EVMs. pic.twitter.com/PRvbhsWCO6
— Anish Reghu (Nation first!) (@anishr6) February 29, 2024
এদিকে, ভুলভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার প্রেক্ষিতে, বিরোধীদের আক্রমণের মুখে পড়েছেন পালোড়ে রবি। জাতীয় সঙ্গীত কীভাবে গাইতে হয়, তাও না জানার জন্য কংগ্রেস নেতাদের সোশ্যাল মিডিয়ায় উপহাস করেছে বিজেপি। তবে, শুধু জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে বিপত্তিই নয়, সমরাগ্নি যাত্রার শেষ দিনে মঞ্চে কেরল প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরণকে স্বাগত জানানোর পরিবর্তে বিজেপি সভাপতি কে সুরেন্দ্রনকে স্বাগত জানিয়ে বসেন কংগ্রেস সাংসদ অ্যান্টো অ্যান্টনি। পরে আবার সমরাগ্নি যাত্রার সমাপ্তি সভায় অংশ নিতে আসা কংগ্রেস কর্মীরা তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়েছেন বলে ক্ষোভ প্রকাশ করেন কে. সুধাকরণ।
সূত্রের খবর, কেপিসিসি সভাপতি যখন বক্তব্য রাখতে ওঠেন, সেই সময় সভা প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল। তাতেই খেপে যান সুধাকরন। কর্মীদের সংগঠিত করার ক্ষেত্রে দলের নেতাদের ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রশ্ন করেন, “পুরো বক্তৃতা শুনতে না চাইলে কেন এসেছেন? কেন লাখ লাখ টাকা খরচ করে এই অনুষ্ঠানগুলির আয়োজন করা হয়?”