Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Modi-Xi Jinping: একই টেবিলে মোদী-জিনপিং, ভারত-চিন সীমান্ত সমাধানে সম্মত দুই রাষ্ট্রপ্রধান

BRICS: ২০২০ সালে লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC)-এ লাল ফৌজের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হওয়ার পর এই প্রথমবার দুই রাষ্ট্রপ্রধান মুখোমুখি হলেন। আর বৈঠকের শুরুতেই LAC নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Modi-Xi Jinping: একই টেবিলে মোদী-জিনপিং, ভারত-চিন সীমান্ত সমাধানে সম্মত দুই রাষ্ট্রপ্রধান
ব্রিকস সম্মেলনের মঞ্চে মুখোমুখি চিনা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2023 | 9:54 PM

জোহানেসবার্গ: সীমান্ত-বিবাদ মিটতে চলেছে অবশেষে! ব্রিকস সম্মেলনে চিনা প্রেসিডেন্টের (Xi Jinping) মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ২০২০ সালে লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC)-এ লাল ফৌজের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হওয়ার পর এই প্রথমবার দুই রাষ্ট্রপ্রধান মুখোমুখি হলেন। আর বৈঠকের শুরুতেই LAC নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে LAC-তে চলমান বিবাদ দ্রুত নিষ্পত্তি করার ব্যাপারে দু-পক্ষই সম্মত হয়েছেন বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

আজ, বৃহস্পতিবার ব্রিকস সম্মলনের তৃতীয় অর্থাৎ শেষ দিনেই একই টেবিলে বসলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশ মন্ত্রকের তরফে এই বৈঠকের কথা জানিয়েছেন বিদেশ সচিব বিনয় কাওয়তারা। তিনি বলেন, ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী ব্রিকসের অন্যান্য নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন। চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও তিনি বৈঠক করেন। সেই বৈঠকে প্রধানমন্ত্রী ভারত-চীন সীমান্ত এলাকায় LAC বরাবর অমীমাংসিত সমস্যাগুলি নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা এবং ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন বলেও জানান বিদেশসচিব। তারপর দু-পক্ষই দ্রুত সীমান্ত-সমস্যা সমাধান করতে সম্মত হয়েছেন বলেও বিদেশ মন্ত্রক সূত্রে খবর।

প্রসঙ্গত, ২০২০-র মে মাসে LAC-তে ভারতীয় সেনাবাহিনীর উপর অতর্কিতে হামলা চালায় লালফৌজ। ভারতীয় জওয়ানরাও পাল্টা জবাব দেয়। তারপর থেকে বারবার উত্তপ্ত হয়ে ওঠে LAC। যদিও সমাধানসূত্র বের করতে কম্যান্ডার পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে বেশ কয়েকবার। সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয় চিনা বিদেশমন্ত্রী ওয়াং-ই-র। তবে সীমান্তে উত্তেজনার পর থেকে দুই রাষ্ট্রপ্রধান মুখোমুখি হননি। এবার ব্রিকস সম্মেলনে গিয়ে একই টেবিলে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনা প্রেসিডেন্ট। ফলে এবার সীমান্ত সমস্যার সমাধান হতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল।