সাইক্লোন বিধ্বস্ত গুজরাট পেল ১০০০ কোটি, বাড়তি সাহায্য পাচ্ছে মৃত-আহতদের পরিবার
যে যে রাজ্যে মৃত্যু বা আহত হওয়ার ঘটনা ঘটেছে, সব ক্ষেত্রেই দেওয়া হবে এই ক্ষতিপূরণ।
গান্ধীনগর: আমপান পরবর্তী বাংলায় এসে ১০০০ কোটির ত্রাণ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই ভাবে তাউটে বিধ্বস্ত গুজরাট পরিদর্শনে গিয়েও একই পরিমাণ আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন তিনি। তবে আমপানের তুলনায় অবশ্যই কিছুটা বাড়তি অনুদান পেয়েছে সাইক্লোন তাউটের প্রকোপে মৃত এবং আহতদের পরিবারগুলি। স্বজনহারা এবং গুরুতর আঘাত পাওয়াদের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর। যে যে রাজ্যে মৃত্যু বা আহত হওয়ার ঘটনা ঘটেছে, সব ক্ষেত্রেই দেওয়া হবে এই ক্ষতিপূরণ।
শেষ পাওয়া খবর অনুযায়ী, শুধুমাত্র গুজরাটেই কমপক্ষে ৪৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে তাউটের তাণ্ডবে। আহত হয়েছেন এবং মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন হাজারে হাজারে মানুষ। মহারাষ্ট্র, গোয়া, কেরলের মতো অন্যান্য রাজ্য মিলিয়ে সংখ্যাটা মৃতের সংখ্যাটা ৮০-র উপর। এই অবস্থায় বুধবার তাউটে বিধ্বস্ত গুজরাট পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হেলিকপ্টারে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখেন। এর পরই সাইক্লোন বিধ্বস্ত রাজ্যের জন্য ১০০০ কোটির সাহায্য ঘোষণা করেন তিনি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখতে কেন্দ্রীয় দলও পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
PM Modi announces financial assistance of Rs 1,000 crore for immediate relief activities in Gujarat. Union Government to deploy an Inter-Ministerial Team to visit the state to assess the extent of damage in the State: PMO
— ANI (@ANI) May 19, 2021
Rs 2 lakh ex gratia for the next of kin of the dead and Rs 50,000 for the injured due to Cyclone Tauktae would be given to all those affected across India. PM also takes stock of COVID-19 situation in Gujarat: Prime Minister’s Office
— ANI (@ANI) May 19, 2021
আরও পড়ুন: নিজাম প্যালেসের বাইরে অশান্তির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের, গ্রেফতার ৩
এ ছাড়াও আরেকটি বড় ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে। পিএমও-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাইক্লোনে যাদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারবর্গকে ২ লক্ষ টাকার করে আর্থিক সাহায্য করা হবে। একই সঙ্গে আহতদের হাতে ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। যদিও এই ক্ষেত্রে মনে করিয়ে দেওয়া যায়, আমপান বিধ্বস্ত বাংলা পরিদর্শনে এসেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০০০ কোটির ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছিলেন। কিন্তু মৃত বা আহতদের জন্য অতিরিক্ত কোনও সাহায্য ঘোষণা করেননি।