PM Narendra Modi: ‘আপনাদের জন্য গর্বিত, দেশবাসী সবসময় পাশে রয়েছে’, রোহিতদের বার্তা মোদীর

PM Modi: ভারতের মাটিতে দাঁড়িয়েই টিম ইন্ডিয়ার হাত থেকে বিশ্বকাপ ট্রফি ছিনিয়ে নিয়ে গেল অস্ট্রেলিয়া। তবে টিম ইন্ডিয়া পরাজিত হলেও দলের প্রতিটি খেলোয়াড়ের স্পিরিটের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিম ইন্ডিয়ার পাশে থাকার বার্তা দিয়ে ফেসবুকে একটি পোস্টও করেছেন তিনি।

PM Narendra Modi: 'আপনাদের জন্য গর্বিত, দেশবাসী সবসময় পাশে রয়েছে', রোহিতদের বার্তা মোদীর
টিম ইন্ডিয়ার পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 19, 2023 | 10:31 PM

আহমেদাবাদ: ২০২৩ বিশ্বকাপের (World Cup) প্রতিটি ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করলেও রবিবার ফাইনাল ম্যাচে সম্পূর্ণ পর্যুদস্ত হয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ভারতের মাটিতে দাঁড়িয়েই টিম ইন্ডিয়ার হাত থেকে বিশ্বকাপ ট্রফি ছিনিয়ে নিয়ে গেল অস্ট্রেলিয়া। তবে টিম ইন্ডিয়া পরাজিত হলেও দলের প্রতিটি খেলোয়াড়ের স্পিরিটের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিম ইন্ডিয়ার পাশে থাকার বার্তা দিয়ে ফেসবুকে একটি পোস্টও করেছেন তিনি (PM Narendra Modi)।

 

 

ফেসবুক পোস্টে কী লিখেছেন প্রধানমন্ত্রী?

ফেসবুক পোস্টে টিম ইন্ডিয়ার পাশে থাকার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, “বিশ্বকাপে আপনাদের (খেলোয়াড়দের) প্রতিভা এবং দৃঢ়তা ছিল বিশেষ দ্রষ্টব্য। অনবদ্য স্পিরিটের সঙ্গে আপনারা প্রত্যেকে খেলেছেন এবং দেশবাসীকে গর্বিত করে তুলেছেন।” পোস্টের শেষে প্রধানমন্ত্রীর সংযোজন, “আমরা আজ এবং সর্বদা আপনাদের পাশে রয়েছি।”

এদিন আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় টিম ইন্ডিয়া। ২০০৩ সালেও এরকম এক বিশ্বকার ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। সেবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতে পারেনি। এদিন ভারত সেই পরাজয়ের বদলা নেবে বলেই আশা করেছিল আপামর দেশবাসী। তাইফাইনাল ম্যাচ দেখতে ক্রিকেটপ্রেমী থেকে সচিন তেন্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ দেশের প্রাক্তন ক্রিকেটারের পাশাপাশি আশা ভোঁসলে, শাহরুখ খানের মতো সেলিব্রিটি-সহ দেশ-বিদেশের রাজনৈতিক ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন স্টেডিয়ামে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলের সামনেই অস্ট্রেলিয়ার বোলাদের বোলিংয়ের দাপটে ভেঙে পড়ে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন-আপ। তারপর বোলিং থেকে ফিল্ডিংয়েও বিশেষ দাগ রাখতে পারেননি রোহিত, কুলদীপরা। যার পরিণাম, ভারতের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে বিশ্বকাপ ছিনিয়ে নিয়ে যান কামিন্সরা। ২০০৩ সালের সেই রাত ফিরে আসে। তবে টিম ইন্ডিয়া ফাইনালে পরাজিত হলেও প্রতিটি খেলোয়াড়ের চেষ্টা ও প্রতিভার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।