PM Narendra Modi: আজ দক্ষিণ ভারত সফরে প্রধানমন্ত্রী মোদী
PM Narendra Modi: আজ, মঙ্গলবারই তিনি তামিলনাড়ু, কেরল ও লাক্ষাদ্বীপ সফরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। মূলত, একাধিক প্রকল্পের উদ্বোধন করতেই দক্ষিণের দুই রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এদিনই তিনি তামিলাড়ুর তিরুচিরাপল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল-সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন।
নয়া দিল্লি: নতুন বছরের শুরুতেই দক্ষিণ ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, মঙ্গলবারই তিনি তামিলনাড়ু, কেরল ও লাক্ষাদ্বীপ সফরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। মূলত, একাধিক প্রকল্পের উদ্বোধন করতেই দক্ষিণের দুই রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এদিনই তিনি তামিলাড়ুর তিরুচিরাপল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল-সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন। বলা যায়, অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের আগেই দেশে আরও একটি বিমানবন্দরে উদ্বোধন হবে।
পিএমও সূত্রে জানা গিয়েছে, এদিন তিরুচিরাপল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১১০০ কোটির বেশি টাকা ব্যয়ে নির্মিত এই নতুন টার্মিনাল ভবনে বছরে ৪৪ লক্ষ যাত্রীর ধারণ ক্ষমতা রয়েছে। এছাড়া বিশেষ-বিশেষ সময়ে ৩৫০০ যাত্রী চলাচল করতে পারবে। অযোধ্যা বিমানবন্দরের মতোই এই বিমানবন্দরের ভিতরের নিখুঁত কারুকাজ নজরকাড়া। বিদেশি পর্যটক আনাগোনার ক্ষেত্রে এটিই তামিলনাড়ুর দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। এর আগে রয়েছে চেন্নাই বিমানবন্দর।
তিরুচিরাপল্লি বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের পাশাপাশি এদিন একাধিক রেল প্রকল্প এবং ৫টি সড়ক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার মধ্যে NH-৫৩৬, NH- ১৭৯ এ, NG- ৩৩২এ মহাসড়ক রয়েছে। এগুল মূলত পুনর্বিন্যাস করা হয়েছে। এছাড়া কামারাজার বন্দরে জেনারেল কার্গো বার্থের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি ৯ হাজার কোটি টাকার পেট্রোলিয়াম ও প্রাকৃতি গ্যাস প্রকল্প-সহ একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী।
এদিনই তামিলনাড়ু থেকে লাক্ষাদ্বীপ যাবেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে জল প্রকল্প, সৌর প্রকল্প, টেলিকমিউনেকশন-সহ ১১৫০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। যার মধ্যে অন্যতম কোচি-লাক্ষাদ্বীপ সাবমেরিন অপটিক্যাল ফাইবার প্রকল্প। ইন্টারনেট পরিষেবাকে গতি দিতেই এই প্রকল্প নেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ হলে স্বাধীনতার পর এই প্রথম লাক্ষাদ্বীপ জলের নীচে দিয়ে অর্থাৎ সাবমেরিন অপটিক্যাল ফাইবারের সঙ্গে সংযুক্ত হবে। এদিন দুপুরে লাক্ষাদ্বীপের আগাত্তিতে একটি অনুষ্ঠানে বক্তৃত্বাও দেবেন তিনি। এরপর আগামিকাল কেরল সফর করে দিল্লি ফিরবেন নমো। সবমিলিয়ে বলা যায়, নতুন বছরে তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ ও কেরলের বাসিন্দাদের একগুচ্ছ উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।