AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi on Nepal: ‘হৃদয় বিদারক’, নেপালের ভাই-বোনেদের কী আর্জি জানালেন প্রধানমন্ত্রী মোদী?

Nepal Gen-Z Protest: চলতি সপ্তাহের শুরু থেকেই উত্তপ্ত নেপাল। সোশ্যাল মিডিয়া ব্যান এবং সরকারের উপরে ক্ষোভ থেকেই পথে নামে যুব সম্প্রদায়। বিক্ষোভ, আন্দোলনে উত্তাল হয় গোটা দেশ। সোমবার রাতেই সোশ্যাল মিডিয়া ফিরলেও, অশান্তি থামেনি। জ্বালিয়ে দেওয়া হয় সংসদ ভবন। ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও অন্যান্য মন্ত্রীরা।

PM Modi on Nepal: 'হৃদয় বিদারক', নেপালের ভাই-বোনেদের কী আর্জি জানালেন প্রধানমন্ত্রী মোদী?
উত্তপ্ত নেপাল।Image Credit: PTI
| Updated on: Sep 10, 2025 | 12:24 PM
Share

নয়া দিল্লি: পড়শি দেশে নৈরাজ্য, উদ্বিগ্ন ভারতও। নেপালের (Nepal) পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। নেপালের হিংসা, উত্তেজনাকে হৃদয় বিদারক বললেন তিনি। একইসঙ্গে সেখানে শান্তি ফেরানোর প্রার্থনা করলেন তিনি।

চলতি সপ্তাহের শুরু থেকেই উত্তপ্ত নেপাল। সোশ্যাল মিডিয়া ব্যান এবং সরকারের উপরে ক্ষোভ থেকেই পথে নামে যুব সম্প্রদায়। বিক্ষোভ, আন্দোলনে উত্তাল হয় গোটা দেশ। পুলিশ গুলি চালায়, মৃত্যু হয় কমপক্ষে ২০ আন্দোলনকারীর মৃত্যু হয়। এরপরই কার্ফু জারি হয়।

সোমবার রাতেই সোশ্যাল মিডিয়া ফিরলেও, অশান্তি থামেনি। জ্বালিয়ে দেওয়া হয় সংসদ ভবন। ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও অন্যান্য মন্ত্রীরা। অর্থমন্ত্রী সহ একাধিক মন্ত্রীকে মার খেতেও দেখা যায়। অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীর।

প্রতিবেশী দেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “হিমাচল প্রদেশ ও পঞ্জাব থেকে ফিরে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে নেপালের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। নেপালের হিংসা হৃদয় বিদারক। এত সংখ্যক যুবদের মৃত্যুতে আমি উদ্বিগ্ন। নেপালের শান্তি, স্থিতাবস্থা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। আমি নেপালের ভাই-বোনেদের কাছে বিনীত অনুরোধ জানাই যে শান্তিকে সমর্থন করুন।”