AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Video: শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরায় গিয়ে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নাচলেন হেমা

PM Narendra Modi: শ্রীকৃষ্ণের মন্দিরে পুজো দেওয়ার পর মথুরায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে মীরা বাঈয়ের সম্মানে একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। সেই অনুষ্ঠানে আবার নাচতে দেখা যায় বলিউড অভিনেত্রী তথা মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনীকে।

Video: শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরায় গিয়ে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নাচলেন হেমা
মথুরায় শ্রীকৃষ্ণের মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: ANI
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 10:10 PM
Share

মথুরা: রাজস্থানে বিধানসভা নির্বাচনের আর একদিন বাকি। লোকসভা নির্বাচনেরও খুব বেশি বাকি নেই। এই ভোট আবহে বৃহস্পতিবার শ্রী কৃষ্ণের জন্মভূমি মথুরায় (Mathura) গিয়ে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী মথুরায় যান এবং মন্দিরে পুজো দেন। প্রধানমন্ত্রীর সেই পুজো দেওয়ার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় োভাইরাল। এদিন প্রধানমন্ত্রী কৃষ্ণ-ভক্ত মীরা বাঈয়ের সম্মানে একটি ডাক টিকিট ও স্মারক মুদ্রা প্রকাশ করেন।

এদিন কৃষ্ণ-ভক্ত মীরা বাঈয়ের ৫২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে মথুরায় বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। ধৌলিপায়ু রেলওয়ে মাঠে ব্রজরাজ উৎসবও চলছে। এদিন সেই উৎসবেও যোগদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। মন্দিরের রীতি মেনে, মাথায় হলুদ পাগড়ি দিয়ে শ্রীকৃষ্ণের মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। সেই পুজো দেওয়ার ভিডিয়ো বর্তমানে ভাইরাল। সেই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে,মাথায় হলুদ পাগড়ি ও গলায় হলদু চাদর এবং তার সঙ্গে লাল মালা দিয়ে পুজো দিচ্ছেন প্রধানমন্ত্রী। তারপর গোটা মন্দির চত্বর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

শ্রীকৃষ্ণের মন্দিরে পুজো দেওয়ার পর মথুরায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে মীরা বাঈয়ের সম্মানে একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। সেই অনুষ্ঠানে আবার নাচতে দেখা যায় বলিউড অভিনেত্রী তথা মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনীকে।

প্রসঙ্গত, আগামী মাসেই অযোধ্যার রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে। ভূমিপুজোর পর এবার বিগ্রহের প্রতিষ্ঠাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে হবে। লোকসভা ভোটের আগে এই অযোধ্যা মন্দিরের দ্বারোদ্ঘাটন রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ। এর মধ্যে আবার শ্রীকৃষ্ণের জন্মভূমি, মথুরায় গিয়ে প্রধানমন্ত্রীর পুজো দেওয়া এবং মীরা বাঈয়ের সম্মানে স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষত, এর আগে দেশের কোনও প্রধানমন্ত্রী মথুরায় যাননি।