Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sonia Gandhi Remarks on President: ‘বেচারি…’, রাষ্ট্রপতিকে ‘অপমানের’ অভিযোগ সনিয়ার বিরুদ্ধে! পাল্টা তোপ মোদীর

Sonia Gandhi Remarks on President: তিনি বলেন, 'বারংবার একই কথাই বলে যাচ্ছিলেন তিনি।' আর কংগ্রেস সাংসদদের এমন মন্তব্যের পরই তাঁদের বিরুদ্ধে সুর চড়িয়েছে পদ্ম শিবির।

Sonia Gandhi Remarks on President: 'বেচারি...', রাষ্ট্রপতিকে 'অপমানের' অভিযোগ সনিয়ার বিরুদ্ধে! পাল্টা তোপ মোদীর
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Feb 03, 2025 | 5:03 PM

নয়াদিল্লি: বিতর্ক যেন পিছু ছাড়ে না। আজ থেকে সংসদে শুরু হল কেন্দ্রীয় বাজেট অধিবেশন। আর সেই অধিবেশনের প্রথম দিনেই বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধী। কিন্তু কার সঙ্গে বিতর্কে জড়ালেন তিনি? খোদ এ দেশের রাষ্ট্রপতির সঙ্গে।

এদিন অধিবেশন শেষে রাষ্ট্রপতিকে উদ্দেশ্যে করে সংবাদমাধ্যমকে সনিয়া বলেন, ‘বেচারি একেবারেই ক্লান্ত হয়ে পড়েছিলেন। ওনার মুখ থেকে একটাও যেন শব্দ বেরচ্ছিল না।’ কংগ্রেস নেত্রী সুরেই পাশে দাঁড়িয়ে তাঁর সুরেই সুর মেলাতে দেখা যায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে।

তিনি বলেন, ‘বারংবার একই কথাই বলে যাচ্ছিলেন তিনি।’ আর কংগ্রেস সাংসদদের এমন মন্তব্যের পরই তাঁদের বিরুদ্ধে সুর চড়িয়েছে পদ্ম শিবির।

এদিন গান্ধী পরিবারকে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, ‘এটা প্রথমবার নয়। এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে এরা। যখন রাষ্ট্রপতি এই সরকারের করা উন্নয়নযজ্ঞের খতিয়ান তুলে ধরছিলেন, তখনও বিরোধীরা তাঁর বিরুদ্ধে কটাক্ষই করে গিয়েছে।’ এক্স হ্যান্ডলে জেপি নাড্ডা বলেন, “বারবার ইচ্ছাকৃতভাবে এই ধরনের শব্দ ব্যবহার কংগ্রেসের দরিদ্র-বিরোধী, উপজাতি বিরোধী মানসিকতাকে তুলে ধরে। রাষ্ট্রপতি এবং দেশের আদিবাসী সম্প্রদায়ের কাছে নিঃশর্ত ক্ষমা চাক কংগ্রেস।”

রাষ্ট্রপতির প্রসঙ্গে এমন মন্তব্যকে ‘অপমানজনক’ বলেই দাগাচ্ছে পদ্ম শিবির। শুধু তা-ই নয়, দেশের প্রথম রাষ্ট্রপতিকে ‘অপমান’ করার অভিযোগে ইতিমধ্যে কংগ্রেসকে কাঠগড়ায় টেনে এনেছে তারা। এদিন বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, ‘গান্ধী পরিবারের বাইরে কেউ এত বড় সাংবিধানিক পদে বসে রয়েছে এটা ওরা বরাবরই সহ্য করতে পারে না। রাষ্ট্রপতির প্রসঙ্গে এমন মন্তব্য সম্পূর্ণরূপে অপমানজনক।’

তাঁর আরও দাবি, ‘ওটা ওদের নর্দমা রাজনীতিরই একটা অঙ্গ। কংগ্রেসের আসল চরিত্রই এটা।’

প্রসঙ্গত, এদিন নতুন বছরের প্রথম বাজেট অধিবেশন শুরু হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে। প্রত্যাশা মতোই গত দশ বছরে মোদীর সরকারের উন্নয়নযজ্ঞের কথা তুলে ধরা হয় সেই ভাষণে। আর তাতেই যেন কার্যত ‘চটে যায়’ পদ্ম শিবির।

এবার এই ঘটনায় গান্ধী পরিবারের বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এদিন তিনি বলেন, ‘শাহি পরিবারের এক সদস্য বলেছেন, আদিবাসীদের মেয়েটা একঘেয়ে ভাষণ দিচ্ছিল। আরেক জন তো আবার তাঁকে বেচারি বলে সম্বোধন করেছেন। তাদের এই মন্তব্য, শুধু তাঁর অসম্মান করছে এমনটা নয়, বরং এই দেশের ১০ কোটি আদিবাসী ভাই-বোনদের সম্মানহানি করছে।’