Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘কমপক্ষে ১০০ মৃত্যু…’, দাবি অভিষেকের! পাল্টা ক্ষতিপূরণের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিলেন সুকান্ত

Abhishek Banerjee: পাশাপাশি, উত্তরপ্রদেশকে বাংলার থেকে শিক্ষা নেওয়ার কথাও বললেন তিনি। তাঁর কথায়, 'রাজ্য সরকার গত ১৪ বছর ধরে যেভাবে গঙ্গাসাগর মেলা আয়োজন করছে তার থেকে দিল্লি ও উত্তর প্রদেশ সরকারের শিক্ষা নেওয়া উচিত।'

Abhishek Banerjee: 'কমপক্ষে ১০০ মৃত্যু...', দাবি অভিষেকের! পাল্টা ক্ষতিপূরণের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিলেন সুকান্ত
বাঁদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডান দিকে সুকান্ত মজুমদারImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 31, 2025 | 5:48 PM

রণজিৎ ধর ও জ্যোতির্ময় কর্মকার রিপোর্ট

কলকাতা: বাজেট অধিবেশনের একদিন আগেই দিল্লি রওনা দিলেন তৃণমূল সাংসদ তথা দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দর থেকে বাজেট নিয়ে যে ‘আশা নেই’ সেই বার্তাই দিয়ে দিলেন তিনি। আর শুধুই বাজেট নয়। কুম্ভের ‘অব্যবস্থা’ নিয়ে দিল্লি রওনার আগে সুর চড়ালেন অভিষেক।

এদিন তিনি বলেন, ‘এত সংখ্যক মানুষজন যখন যাবে, তখন সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ ব্যবস্থাপনা তো দরকার। এখানে প্রস্তুতি, ব্যবস্থাপনা, পরিকল্পনা কম। বরং প্রচার বেশি। সবটা শুধু মার্কেটিং।’

এরপরেই কেন্দ্রকে দুষে তিনি আরও বলেন, ‘এই একই দুর্ঘটনা যদি কোনও বিজেপি-বিরোধী রাজ্য হত, তবে এতক্ষণে তো রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য উঠে পড়ে লেগে পড়ত কেন্দ্র সরকার। কখনও বলছে ৩০ জনের মৃত্যু হয়েছে, কখনও বলছে ৪০ জন। কিন্তু, আমার ধারণা সংখ্যাটা কমপক্ষে ১০০ পেরিয়ে গিয়েছে। গরিব মানুষের জন্য কোনও ব্যবস্থা নেই। কিন্তু নেতা-মন্ত্রী, শিল্পপতিদের জন্য একেবারে ভিভিআইপি ট্রিটমেন্ট।’

পাশাপাশি, উত্তরপ্রদেশকে বাংলার থেকে শিক্ষা নেওয়ার কথাও বললেন তিনি। তাঁর কথায়, ‘রাজ্য সরকার গত ১৪ বছর ধরে যেভাবে গঙ্গাসাগর মেলা আয়োজন করছে তার থেকে দিল্লি ও উত্তর প্রদেশ সরকারের শিক্ষা নেওয়া উচিত।’

ইতিমধ্যেই অভিযোগ উঠছে কোনও পোস্টমর্টেম বা ডেথ সার্টিফিকেট ছাড়াই কুম্ভে পদপিষ্টদের নিজ রাজ্যে ফিরিয়ে দিচ্ছে উত্তরপ্রদেশ সরকার। যার জেরে আশঙ্কা তৈরি হচ্ছে আদৌ কোনও ক্ষতিপূরণ পাবে কি না তাদের পরিবাররা। বাংলা থেকেও উঠেছে এমন ভূরি ভূরি অভিযোগ। এবার সেই আশঙ্কার সামনেই ‘ঢাল’ হয়ে দাঁড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কুম্ভে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিলেন তিনি।

তাঁর কথায়, ‘কুম্ভে যে সকল মৃতদের ময়নাতদন্ত হচ্ছে না, যারা ডেথ সার্টিফিকেট পাচ্ছেন না বলে অভিযোগ তাদের শংসাপত্র পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব।’ সুকান্তর আরও দাবি, ‘এলাকার বিধায়ক, জনপ্রতিনিধি, নেতাদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করুন। মৃত্যুর শংসাপত্র থেকে ক্ষতিপূরণ উত্তর প্রদেশ সরকার তরফে সবই পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব।’

উল্লেখ্য, দিন পেরলেই সংসদে বাজেট পেশ। আর তার একদিন আগেই রাজধানীর দিকে রওনা দিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। জানালেন, ‘সেখানে জনবিরোধী সরকার চলছে। তাই বাজেট নিয়ে তার বিশেষ কোনও আশা নেই।’

তবে অভিষেকের আশা রয়েছে অন্য বিষয়ে। দিল্লিতে এখন ভোটের আবহ। আগামী ৫ ফেব্রুয়ারি রাজধানীতে বিধানসভা নির্বাচন। সূত্রের খবর, মমতার নির্দেশে দিল্লিতে প্রচারে যাবেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। আর সেই ভোটমুখী দিল্লিতেই এবার পৌঁছতে চলেছেন অভিষেক। জনতা যে বিজেপি-বিরোধী সরকার গঠন করবে এই নিয়ে আশা প্রকাশ করছেন তিনি।