প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে মোদীর প্রথম ফোনালাপ, কী কথা হল দু’জনের?
দুই রাষ্ট্রের শীর্ষ নেতাদের মধ্যে একাধিক ইস্যুতে ফোনে বেশ কিছুক্ষণ কথা হয়েছে বলে খবর। ফোনালাপের পরই রাতে দু'টি টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নয়া দিল্লি: চার বছরের জন্য হোওয়াইট হাউসের পাকাপাকি বাসিন্দা হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো (Joe Biden) বাইডেনের সঙ্গে প্রথমবার ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দুই রাষ্ট্রের শীর্ষ নেতাদের মধ্যে একাধিক ইস্যুতে ফোনে বেশ কিছুক্ষণ কথা হয়েছে বলে খবর। ফোনালাপের পরই রাতে দু’টি টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রথম টুইটে তিনি লেখেন, “প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা হল, তাঁর সাফল্যে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছি। আঞ্চলিক ইস্যু এবং আমাদের উভয়ের অগ্রাধিকারের বিষয়ে আলোচনা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও সহমত পোষণ করেছি।”
Spoke to @POTUS @JoeBiden and conveyed my best wishes for his success. We discussed regional issues and our shared priorities. We also agreed to further our co-operation against climate change.
— Narendra Modi (@narendramodi) February 8, 2021
দ্বিতীয় টুইটে মোদী লিখেছেন, “আমি এবং প্রেসিডেন্ট বাইডেন আন্তর্জাতিক বিধি মেনে চলার বিষয়ে অঙ্গিকারবদ্ধ। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এবং বর্হিবিশ্বে শান্তি-সুস্থিতি বজায় রাখার ক্ষেত্রেও কৌশলগত পারস্পরিক নির্ভরশীলতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় আনার সহমত হয়েছি।”
President @JoeBiden and I are committed to a rules-based international order. We look forward to consolidating our strategic partnership to further peace and security in the Indo-Pacific region and beyond. @POTUS
— Narendra Modi (@narendramodi) February 8, 2021
তাৎপর্যপূর্ণভাবে, বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষিতে তাঁর সঙ্গে এটাই প্রথম ফোনালাপ ছিল নরেন্দ্র মোদীর। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নমোর সম্পর্ক ছিল সুবিদিত। দুই দেশের কূটনীতিকরা বলে থাকেন, ভারত-আমেরিকার সম্পর্কে এমন সুসময় কখনও আসেনি। ফলে বাইডেন জমানায় দুই দেশের সম্পর্ক কেমন থাকে, সেদিকে যে গোটা আন্তর্জাতিক মহলের নজর থাকবে, তা নিয়ে কোনও সংশয় নেই বললেই চলে।