Nepal Unrest: নেপালের দাগী অপরাধীরা ঢুকে পড়ছে বাংলা-বিহার-ইউপিতে, হাতেনাতে ধরল SSB
Nepal Infiltration: নেপালে উত্তপ্ত পরিস্থিতি, গণআন্দোলনের সুযোগ নিয়ে জেল ভেঙে পালিয়ে গিয়েছে বহু বন্দি। কাঠমাণ্ডু, পোখরা, ললিতপুরের কমপক্ষে ১৮টি জেল ভেঙে প্রায় ৬ হাজার বন্দি পালিয়ে গিয়েছে বলেই নেপালি সংবাদমাধ্যম সূত্রে খবর। আর তারা পালিয়ে কোথায় প্রবেশের চেষ্টা করছে? ভারতে!

নয়া দিল্লি: যে আশঙ্কা করা হয়েছিল, তা-ই সত্যি হল। বাংলাদেশে অশান্তির পর যেমন ভারতে অনুপ্রবেশ বেড়েছিল, ঠিক তেমনই ঘটল নেপালের অশান্তিতেও। এবার আরও বিপদ, কারণ নেপালের জেল ভেঙে ভারতে ঢুকে পড়েছে অপরাধীরা, যারা এতদিন নেপালের জেলে বন্দি ছিল। সশস্ত্র সীমা বল (SSB) ইতিমধ্যেই নেপাল থেকে পালিয়ে আসা ৩৫ বন্দিকে আটক করেছে। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা আধিকারিকদের।
বুধবারই জানা গিয়েছিল, নেপালে উত্তপ্ত পরিস্থিতি, গণআন্দোলনের সুযোগ নিয়ে জেল ভেঙে পালিয়ে গিয়েছে বহু বন্দি। কাঠমাণ্ডু, পোখরা, ললিতপুরের কমপক্ষে ১৮টি জেল ভেঙে প্রায় ৬ হাজার বন্দি পালিয়ে গিয়েছে বলেই নেপালি সংবাদমাধ্যম সূত্রে খবর। আর তারা পালিয়ে কোথায় প্রবেশের চেষ্টা করছে? ভারতে!
ভারত-নেপাল সীমান্তে মোতায়েন রয়েছে এসএসবি। সূত্রের খবর, নেপালের জেল থেকে পালিয়ে আসা ৩৫ জন বন্দিকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২২ জনকে উত্তর প্রদেশের সিদ্ধার্থনগরে ভারত-নেপাল সীমান্ত থেকে আটক করা হয়েছে। ১০ জনকে বিহার থেকে এবং ৩ জনকে পশ্চিমবঙ্গ থেকে ধরা হয়েছে। অনুপ্রবেশের সংখ্যা আরও বাড়ছে বলেই খবর।
উত্তর প্রদেশে ধৃত নেপালি বন্দিরা, যারা ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল, তাদের দেখেই সন্দেহ হয় এসএসবি-র। তারা এই ২২ জনকে আটকায় এবং জিজ্ঞাসাবাদ করে। তাদের কাছে নথি দেখতে চাওয়া হয়। তারা কোনও নথি দেখাতে না পারার পরই আটক করা হয়। এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নেপালে অশান্তি শুরু হওয়ার পর থেকেই সীমান্তে নজরদারি বাড়িয়েছে সশস্ত্র সীমা বল। রক্সোল, সুপৌল, সীতামারহি জেলায় টহল বাড়ানো হয়েছে, অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে সীমান্ত।
স্থানীয় সূত্রে খবর, নেপালের জলেশ্বর জেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ৫৭৬ জন বন্দির মধ্যে একজন বাদে সকলে পালিয়ে গিয়েছে। পোখরা জেল থেকেও ৯০০ বন্দি পালিয়ে গিয়েছে। কাঠমাণ্ডুর নাখু জেল ভেঙে বন্দিদের ছাড়িয়ে নিয়ে গিয়েছে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রবি লাচিমানের সমর্থকরা।
