Punjab crime: আড্ডার সময় তর্কবিতর্ক, বন্ধুকে গুলি করে মেরে ফেলল অপরজন

Punjab crime: ঘটনাটি ঘটেছে পঞ্জাবের ভাতিন্ডা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম শিভম পাল (২৯)। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তাঁর আরও এক বন্ধু রেশম পাল। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত্রি নটা নাগাদ বহিয়া দুর্গ এলাকায় বিড়লা মিল রোডের কাছে শিভ, রেশম এবং অভিযুক্ত গঙ্গাদীপ সিং গল্প করছিলেন।

Punjab crime: আড্ডার সময় তর্কবিতর্ক, বন্ধুকে গুলি করে মেরে ফেলল অপরজন
প্রতীকী ছবিImage Credit source: Representational photo
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2023 | 11:22 PM

ভাতিন্ডা: বাড়ির সামনে দাঁড়িয়ে গল্পে ব্যস্ত ছিল তিন বন্ধু। আচমকাই বচসায় জড়ায় তারা। তারপরই ভয়ঙ্কর ঘটনা। কথা কাটাকাটির সময় বন্ধুদের উদ্দেশ্যে গুলি চালিয়ে পালিয়ে গেল যুবক। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

ঘটনাটি ঘটেছে পঞ্জাবের ভাতিন্ডা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম শিভম পাল (২৯)। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তাঁর আরও এক বন্ধু রেশম পাল। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত্রি নটা নাগাদ বহিয়া দুর্গ এলাকায় বিড়লা মিল রোডের কাছে শিভ, রেশম এবং অভিযুক্ত গঙ্গাদীপ সিং গল্প করছিলেন। গঙ্গাদীপের বাড়ির সামনেই গল্পে মশগুল হয়েছিলেন তাঁরা। এরপরই কোনও বিষয় নিয়ে উভয়পক্ষের মধ্যে বচসা তৈরি হয়।

অভিযোগ, সেই সময় রাগের বশে আচমকা বাড়িতে চলে যায় গঙ্গাদীপ। ঘর থেকে একটি পিস্তল বের করে নিয়ে আসেন তিনি। তারপর শিভম ও রেশমকে উদ্দেশ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দু’জন। ঘটনার পরই পিস্তল সেখানে ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্ত।

এ দিকে, গুলি চালানোর আওয়াজ পেয়েই দ্রুত সেখানে উপস্থিত হন এলাকাবাসী। তাঁরা আহতদের উদ্ধার করে স্থানীয় এইমসে ভর্তি করান। সেখানেই চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় শিভম পালের। অপরদিকে রেশমের অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

গুলি চালানোর ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় ভাতিন্ডা থানার পুলিশ। এলাকাস্থল থেকে ১২ বোরের ডাবল ব্যারেল শটগান উদ্ধার হয়। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই নিয়ে ওই এলাকায় দু’বার গুলি চালানোর ঘটনা ঘটল বলে জানিয়েছে পুলিশ।