Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rail Minister: ‘ভবানীপুরে দয়া করে জমি পাইয়ে দিন’, সংসদে বড় দাবি রেলমন্ত্রী অশ্বিনীর

Rail Minister: তথ্য দিয়ে রেলমন্ত্রী জানান, ১৯৭২ সাল থেকে ৪২ বছরে কলকাতা মেট্রোর মাত্র ২৮ কিলোমিটার কাজ হয়েছে। ২০১৪ সাল থেকে ৩৮ কিমি কলকাতা মেট্রোর লাইন তৈরি হয়ে গিয়েছে বলেও জানান তিনি।

Rail Minister: 'ভবানীপুরে দয়া করে জমি পাইয়ে দিন', সংসদে বড় দাবি রেলমন্ত্রী অশ্বিনীর
Image Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 17, 2025 | 5:32 PM

নয়া দিল্লি: পশ্চিমবঙ্গের মেট্রো অথবা রেলের কাজ বারবার আটকে গিয়েছে জমি জটে। রেলের তরফে এমন অভিযোগ সামনে এসেছে বারবার। এবার সংসদে দাঁড়িয়ে সেই অভিযোগ তুললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জমি অধিগ্রহণের জন‍্য রাজ্যের সহযোগিতা দরকার বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, রাজ্য সরকার মাত্র ২১ শতাংশ জমি দিয়েছে রেলকে।

সোমবার কেন্দ্রীয় মন্ত্রী সংসদে বলেন, “প্রতিটি প্রজেক্টে অনেক মেহনত করতে হচ্ছে, নাহলে জমি পাওয়া যাচ্ছে না। যেমন নন্দীগ্রামে, কাজ শুরু করতেই আমাদের তিন বছর সময় লেগে গিয়েছে। একাধিক সমস‍্যার সঙ্গে যুঝতে হয়েছে আমাদের। আইনশৃঙ্খলার সমস‍্যাও রয়েছে।”

তথ্য দিয়ে রেলমন্ত্রী জানান, ১৯৭২ সাল থেকে ৪২ বছরে কলকাতা মেট্রোর মাত্র ২৮ কিলোমিটার কাজ হয়েছে। ২০১৪ সাল থেকে ৩৮ কিমি কলকাতা মেট্রোর লাইন তৈরি হয়ে গিয়েছে বলেও জানান তিনি। তাই রাজ্যের কাছ থেকে আরও একটু সাহায‍্য চান তিনি।

কোন কোন জায়গায় সমস্যায় পড়তে হচ্ছে, সেই তথ্য় তুলে ধরে রেলমন্ত্রী বলেন, “ব‍্যারাকপুর থেকে বারাসত, জমি দখল হয়ে যাচ্ছে। সাহায্য করুন। ভবানীপুর বিধানসভায় জমি চাই। দয়া করে পাইয়ে দিন। কাজ দ্রুত গতিতে এগোবে। ভবানীপুর বিধানসভা কার এলাকা সবাই জানে। মোমিনপুরের কাজের জন‍্যও জমি লাগবে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছি না, আরও সহযোগিতার আবেদন করছি।”

অশ্বিনী বৈষ্ণবের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় তৃণমূল। মন্ত্রীর বক্তব্য শেষ হতেই রাজ্যসভা থেকে ওয়াক আউট করেন তৃণমূল সাংসদরা।