Prahlad Joshi: সনাতন ধর্ম নিয়ে খাড়্গে-পুত্রের মন্তব্যে কেন নীরব কংগ্রেস, প্রশ্ন প্রহ্লাদ যোশীর

Prahlad Joshi: ডিএমকে নেতা তথা এমকে স্টালিনের পুত্র উদয়নিধি প্রথমে সনাতন ধর্মকে ডেঙ্গি বা ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেন, তার জেরেই বিতর্কের সূত্রপাত হয়। সেই বিতর্কে ঘি ঢেলে উদয়নিধিকে সমর্থন করেন আর এক ডিএমকে নেতা এ রাজা।

Prahlad Joshi: সনাতন ধর্ম নিয়ে খাড়্গে-পুত্রের মন্তব্যে কেন নীরব কংগ্রেস, প্রশ্ন প্রহ্লাদ যোশীর
প্রহ্লাদ যোশীImage Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 16, 2023 | 12:37 AM

রাজস্থান: সনাতন ধর্ম ইস্যুতে বিতর্ক জারি রয়েছে এখনও। ডিএমকে নেতার মন্তব্যে যে বিতর্কের সূত্রপাত, তার জেরে শাসক দল প্রশ্ন তুলতে শুরু করেছে কংগ্রেসের ভূমিকা নিয়ে, কারণ কংগ্রেস ও ডিএমকে উভয়েই ইন্ডিয়া জোটের দুই শরিক। এবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের পুত্রের মন্তব্য নিয়ে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। সনাতন ধর্ম নিয়ে প্রিয়াঙ্ক খাড়্গের মন্তব্য উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমি অশোক গেহলট তথা কংগ্রেসকে প্রশ্ন করতে চাই, তাঁরা এ ব্যাপারে কিছু বলছেন না কেন।’

শুক্রবার রাজস্থানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রহ্লাদ যোশী কংগ্রেসের দিকে সরাসরি আঙুল তুলেছেন। ডিএমকে নেতা তথা এমকে স্টালিনের পুত্র উদয়নিধি প্রথমে সনাতন ধর্মকে ডেঙ্গি বা ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেন, তার জেরেই বিতর্কের সূত্রপাত হয়। সেই বিতর্কে ঘি ঢেলে উদয়নিধিকে সমর্থন করেন আর এক ডিএমকে নেতা এ রাজা। শুধু তাই নয়, এ রাজা উদয়নিধিকে ছাপিয়ে গিয়ে বলেছিলেন, ‘সনাতন ধর্মের তুলনা হওয়া উচিত কুষ্ঠ বা এইচআইভি-র মতো সংক্রামক রোগের সঙ্গে।’

এরপরই বিজেপি প্রশ্ন তুলতে শুরু করেছিল, জোট শরিকদের এমন মন্তব্যে কেন চুপ কংগ্রেস? তবে কি কংগ্রেসের সমর্থন আছে? এরই মধ্যে অবাক স্টালিন পুত্রকে সমর্থনের সুর শোনা গিয়েছে প্রিয়াঙ্ক খাড়্গের গলায়। কর্নাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়্গে বলেছিলেন, ‘যে ধর্ম সাম্যের কথা বলে না, সবাইকে সম্মান দিতে জানে না, তাকে ধর্ম বলে মনে করি না। অনেকটা রোগের মতো মনে করি।’

প্রিয়াঙ্কের এমন মন্তব্যের পরও কেন কংগ্রেস কোনও প্রতিবাদ করল না, তা নিয়েই প্রশ্ন তুলেছেন প্রহ্লাদ যোশী।