‘কেউ বাঁচবে না, মৃত্যুপুরী বানাব’, একাধিক হাসপাতালে আতঙ্ক-হুড়োহুড়ি, কী রাখা বেডের নীচে?
Bomb Threat: জানা গিয়েছে, উড়ো ইমেইলে লেখা হয়েছে যে রোগীদের বেডের নীচে এবং হাসপাতালের শৌচাগারে বোমা রাখা আছে। হাসপাতালগুলিকে মৃত্যুপুরী বানিয়ে দেওয়া হবে। হাসপাতাল রক্তে ভাসবে। কারোর বাঁচার অধিকার নেই। সন্ত্রাসবাদ সমর্থককারীরাই এই বোমা রেখে এসেছে।
জয়পুর: একসঙ্গে উড়ে যাবে সব হাসপাতাল! শহরের একাধিক হাসপাতাল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। রবিবার সকাল ৭টা নাগাদ ইমেইল মারফত একাধিক হাসপাতালে হুমকি আসে। এরপরই আতঙ্ক ছড়ায়। হাসপাতালগুলিতে পৌঁছেছে পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড।
পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার রাজস্থানের জয়পুরের একাধিক হাসপাতালে উড়ো হুমকি মেইল আসে। ইমেইলে লেখা ছিল, হাসপাতালে বোমা রাখা আছে। একসঙ্গে সব হাসপাতাল উড়িয়ে দেওয়া হবে। হুমকি মেইল পেয়েছে সিকে বিড়লা হাসপাতাল ও মনিলেক হাসপাতালের মতো বড় বড় হাসপাতাল।
VIDEO | Many hospitals in Jaipur, Rajasthan received bomb threats. The hospitals got e-mails at 7 am in the morning. The hospitals which received bomb threats include CK Birla Hospital and Monilek Hospital. The police team and bomb disposal squad reached the hospitals immediately… pic.twitter.com/AjMGvj3mQC
— Press Trust of India (@PTI_News) August 18, 2024
জয়পুরের পুলিশ কমিশনার জানিয়েছেন, এখনও পর্যন্ত চারটি হাসপাতাল হুমকি মেইল পেয়েছে বলে জানা গিয়েছে। বাকি হাসপাতালগুলির সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।
জানা গিয়েছে, উড়ো ইমেইলে লেখা হয়েছে যে রোগীদের বেডের নীচে এবং হাসপাতালের শৌচাগারে বোমা রাখা আছে। হাসপাতালগুলিকে মৃত্যুপুরী বানিয়ে দেওয়া হবে। হাসপাতাল রক্তে ভাসবে। কারোর বাঁচার অধিকার নেই। সন্ত্রাসবাদ সমর্থককারীরাই এই বোমা রেখে এসেছে।
হাসপাতালগুলিতে উড়ো ইমেইল আসতেই আতঙ্ক ছড়ায়। শুরু হয় তল্লাশি। ইতিমধ্যেই পুলিশ ও বম্ব স্কোয়াডও পৌঁছেছে।
প্রসঙ্গত, গতকালই হরিয়ানার গুরুগ্রামের একটি শপিং মলেও বোমা রেখে দেওয়ার উড়ো হুমকি আসে। সঙ্গে সঙ্গে শপিং মল ফাঁকা করে দেওয়া হয়। যদিও বম্ব স্কোয়াড তল্লাশিতে কিছু পায়নি। এর কিছুক্ষণ পর নভি মুম্বইয়ের ভাসী এলাকার একটি শপিং মলেও বোমা রাখা আছে বলে উড়ো ইমেইল আসে। সেই হুমকিও ভুয়ো বলেই বের হয়।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)