PM Modi: পরানো হল পাগরি-শিরোপা, প্রধানমন্ত্রীর জন্য ‘অখণ্ড পথ’ আয়োজন করল শিখ সম্প্রদায়
Sikh Delegation meets Prime Minister Modi: সোমবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন দিল্লির শ্রী বালা সাহিবজি গুরুদ্বারের এক শিখ প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীকে প্রসাদ এবং আশীর্বাদ দেওয়ার পাশাপাশি তাঁকে পাগরি ও শিরোপাও পরানো হয়।
নয়া দিল্লি: সোমবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন দিল্লির শ্রী বালা সাহিবজি গুরুদ্বারের এক শিখ প্রতিনিধি দল। গত ১৭ সেপ্টেম্বর জন্মদিন ছিল প্রধানমন্ত্রীর। সেই উপলক্ষ্যে ১৫ সেপ্টেম্বর ওই গুরুদ্বারের পক্ষ থেকে একটি ‘অখণ্ড পথ’, অর্থাৎ একটানা গুরু গ্রন্থ সাহিব পাঠের আয়োজন করা হয়েছিল। ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর, দুদিন ধরে চলে এই ‘অখণ্ড পথ’। শিখ সম্প্রদায়ের হাজার হাজার মানুষ এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। পাশাপাশি ওই গুরুদ্বারের পক্ষ থেকে লঙ্গর, স্বাস্থ্য শিবির, এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন, শিখ প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে প্রসাদ এবং আশীর্বাদ দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গিয়েছে, শিখ প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রীর মাথায় একটি পাগরি বেঁধে দেন এবং গায়ে ‘শিরোপা’ জড়িয়ে দেন। সাধারণত, শিখ ধর্মের প্রতি কোনও ব্যক্তির প্রতিশ্রুতি এবং উত্সর্গের জন্য বা তার কোনও উল্লেখযোগ্য অবদানের জন্য, তাকে বিশেষ সম্মান জানাতে ‘শিরোপা’ দেওয়া হয়। সেই সঙ্গে ‘আরদস’ অর্থাৎ শিখ ধর্মের বিশেষ প্রার্থনাও করা হয়। প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য কামনা করেন শিখ সম্প্রদায়ের সদস্যরা।
প্রসঙ্গত, শিখ সম্প্রদায়ের কল্যাণের জন্য প্রধানমন্ত্রী মোদী বেশ কয়েকটি পদক্ষেপ করেছেন। ২৬ ডিসেম্বরকে ‘বীর বাল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে, ফের খোলা হয়েছে পাকিস্তানের কর্তারপুর সাহিব করিডোর, গুরুদ্বারের লঙ্গরগুলিকে জিএসটির আওতা থেকে মুক্ত করা হয়েছে, আফগানিস্তান থেকে গুরু গ্রন্থ সাহিবকে ভারতে নিয়ে আসার মতো পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন শ্রী বালা সাহিবজি গুরুদ্বারের প্রতিনিধিরা।
তাঁর সুস্থতা প্রার্থনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ওই প্রতিনিধি দলের সদস্যদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী জানান, শ্রী বালা সাহিবজি গুরুদ্বারের প্রতিনিধিদের এই উদ্যোগের ফলে তাঁর নিজেকে শিখ সম্প্রদায়ের একজন বলেই মনে হচ্ছে। তাদের এই উদ্যোগ তাঁর মন ছুঁয়ে গিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, শিখ সম্প্রদায়ের কল্যাণে তাঁর সরকার আরও অনেক কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।