Ship Fire: মাঝ সমুদ্রে দাউদাউ করে জ্বলছে জাহাজ, পুড়ে গেল কোটি টাকার চাল-চিনি!
জানা গিয়েছে, সোমালিয়ার বোসাসো-তে যাওয়ার কথা ছিল জাহাজটির। বিপুল পরিমাণে চাল ও চিনি বোঝাই করা ছিল জাহাজে। আগুন লেগে যাওয়ায় অধিকাংশ পণ্যই জ্বলে গিয়েছে বলে মনে করা হচ্ছে। বন্দরে নোঙর করা অবস্থাতেই জাহাজে আগুন লাগে। সঙ্গে সঙ্গেই তিনটি দমকল পৌঁছয় আগুন নেভাতে।

পোরবন্দর: চাল, চিনি বোঝাই জাহাজে ভয়াবহ আগুন। মাঝ সমুদ্রেই দাউদাউ করে জ্বলে গেল জাহাজ। গুজরাটের জামনগরের জাহাজটি। পোরবন্দরের সুভাষনগর জেটিতে নোঙর করা ছিল জাহাজটি। সেখানেই হঠাৎ আগুন লেগে যায়।
জানা গিয়েছে, সোমালিয়ার বোসাসো-তে যাওয়ার কথা ছিল জাহাজটির। বিপুল পরিমাণে চাল ও চিনি বোঝাই করা ছিল জাহাজে। আগুন লেগে যাওয়ায় অধিকাংশ পণ্যই জ্বলে গিয়েছে বলে মনে করা হচ্ছে।
বন্দরে নোঙর করা অবস্থাতেই জাহাজে আগুন লাগে। সঙ্গে সঙ্গেই তিনটি দমকল পৌঁছয় আগুন নেভাতে। এরপরে জাহাজটিকে মাঝ সমুদ্রে নিয়ে যাওয়া হয় আগুন নিয়ন্ত্রণ করতে। জানা গিয়েছে, জাহাজে ৯৫০ টন চাল এবং ৭৮ টন চিনি ছিল। প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে জাহাজের ১৪ জন ক্রু সদস্যই সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ইঞ্জিন রুমে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে।
