Video: লাইভ ক্লাস চলাকালীন শিক্ষককে জুতোপেটা ছাত্রের! ভাইরাল ভিডিয়ো
Online class video: প্ল্যাটফর্ম অনলাইনে লাইভ ক্লাস চলাকালীন শিক্ষককে জুতোপেটা করলেন এক ছাত্র। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।
নয়া দিল্লি: JEE, NEET-সহ নানান প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ দেওয়ার জন্য জনপ্রিয় একটি অনলাইন প্ল্যাটফর্ম হল ফিজিক্স ওয়াল্লা। এবার সেই প্ল্যাটফর্ম অনলাইনে লাইভ ক্লাস চলাকালীন শিক্ষককে জুতোপেটা করলেন এক ছাত্র। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।
ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, শিক্ষক ক্লাস নিচ্ছেন। হঠাৎ করেই এক ছাত্র উঠে গিয়ে ওই শিক্ষকের গালে জুতো পেটা করছেন। হঠাৎ করে এই ঘটনায় শিক্ষক হতভম্ব হয়ে যান। তিনি হাত দিয়ে ছাত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু, ওই ছাত্র আক্রমণ চালিয়ে যাচ্ছেন। ওই ক্লাসে উপস্থিত অন্য কেউ পুরো ঘটনাটি মোবাইলে ভিডিয়ো করেছেন।
Slap-Kalesh b/w Physicswallah Student and Teacher during Live class (Sir ko Do Chappal maar ke chala gya) pic.twitter.com/cHUO3omhsy
— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 5, 2023
ক্লাসে উপস্থিত যে ব্যক্তি ঘটনাটি মোবাইলে রেকর্ড করেছেন, তিনিই সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বলে অভিযোগ। ইউটিউব, X হ্যান্ডেল-সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছে। সেই পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি। তবে ওই ছাত্র কেন হঠাৎ করে শিক্ষকের উপর হামলা চালালেন, তা এখনও স্পষ্ট নয়।