Train New Time Table: বদলে গেল ১৩৪টি ট্রেনের সময়, তালিকা প্রকাশ করল রেল
Train New Time Table: বেশ কয়েকটি ট্রেনের সময় বদল করা হয়েছে। কয়েকটি ট্রেনের ক্ষেত্রে সময়ের ব্যবধান করানো হয়েছে। এর ফলে যাত্রীদের অনেক বেশি সুবিধা হবে বলেই দাবি করছে রেল।
নয়া দিল্লি: চলতি মাসেই বদলে গেল একগুচ্ছ ট্রেনের সময়। ১ অক্টোবর থেকে নতুন সময় কার্যকর করা হয়েছে। এবার রেলের তরফে প্রকাশ করা হল বদলে যাওয়া সময়ের পুরো তালিকা। পূর্ণাঙ্গ টাইম টেবিল প্রকাশ করেছে রেল। যে সব ট্রেনের সময় বদল হয়েছে, তার মধ্যে রয়েছে ৬৪টি বন্দে ভারত এক্সপ্রেস ও ৭০টি অন্যান্য ট্রেন।
নতুন টাইম টেবিল অনুযায়ী ট্রেন চললে সাধারণ মানুষ আরও বেশি পরিষেবা পাবে বলে জানানো হয়েছে রেলের তরফে। রেল সংযোগ আরও ভাল হবে বলেও উল্লেখ করা হয়েছে।
কী কী পরিবর্তন হয়েছে জানুন:
১. ৯০ টি ট্রেনের ক্ষেত্রে পরিষেবা আরও বাড়ানো হয়েছে। অর্থাৎ পরিধি বেড়েছে রুটের।
২. ১২টি ট্রেনের ক্ষেত্রে সময়ের ব্যবধান কমানো হয়েছে রেলের তরফে।
৩. ২২টি ট্রেনের গতি পরিবর্তন করা হয়েছে ও ট্রেনগুলিকে সুপারফাস্ট ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।
৪. আগরতলা-আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেস মালদহ ও ভাগলপুর দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে।
৫. দক্ষিণ-পূর্ব রেলের বেশ কয়েকটি ট্রেন যাতে নির্ধারিত সময়েট পৌঁছয়, সেই দিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
৬. নতুন টাইম টেবিলে সব স্টেশনের নাম উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্ট ট্রেনের রুটে যে গুরুত্বপূর্ণ স্টেশনগুলি রয়েছে।
এছাড়া নতুন টাইম টেবিলে উল্লেখ রয়েছে, স্টেশনে ঢোকার সময়, স্টেশন ছেড়ে যাওয়ার সময়, দূরত্ব, প্যান্ট্রি কার আছে কি না।