Video: প্রথম হেরিটেজ ট্রেন চালু হল রাজস্থানে, কী বিশেষত্ব রয়েছে, টিকিটের দাম জানুন

Heritage Train: ট্রেনে বসেই যাত্রীরা রাজস্থানের মিনি কাশ্মীর থেকে ভিল বেরি জলপ্রপাত দর্শন করতে পারবেন। যাত্রা শুরুর প্রথম দিন এই ট্রেনে সওয়ার হয়েছিলেন রাজস্থানের বিজেপি বিধায়ক দিয়া কুমারী। স্কুল পড়ুয়া, সাধারণ মহিলাদের সঙ্গে এই বিশেষ ট্রেনে সওয়ার হওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি।

Video: প্রথম হেরিটেজ ট্রেন চালু হল রাজস্থানে, কী বিশেষত্ব রয়েছে, টিকিটের দাম জানুন
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2023 | 5:32 AM

যোধপুর: দেশের অন্যতম বিলাসবহুল মহারাজা ট্রেনের কথা কম-বেশি সকলেরই জানা। বিশেষ-বিশেষ স্থানগুলি পরিদর্শনের পাশাপাশি এক অনবদ্য বিলাসবহুল ট্রেন যাত্রার অভিজ্ঞতা দেয় মহারাজা এক্সপ্রেস। এবার প্রায় সেই একই কায়দায় রাজস্থানে চালু হল হেরিটেজ ট্রেন (Heritage Train) পরিষেবা। এই ট্রেনের পোশাকি নাম ভ্যালি কুইন হেরিটেজ ট্রেন। মূলত, পর্যটক টানতে এবং রাজস্থানের সমৃদ্ধশালী ইতিহাস ও হেরিটেজ সাইটগুলি পর্যটকদের কাছে তুলে ধরতে এই ট্রেন পরিষেবার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এছাড়া ঐতিহ্যবাহী বাষ্পচালিত ইঞ্জিন সদৃশ ইঞ্জিনের এই বিলাসবহুল ট্রেনে সওয়ার হয়ে এক অনন্য অভিজ্ঞতার সাক্ষ্য হবেন পর্যটকেরা।

যোধপুর থেকে বৃহস্পতিবারই বিলাসবহুল ভ্যালি কুইন হেরিটেজ ট্রেন পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও ট্রেনটি পালি জেলার মারওয়ার জংশন ও খামলিঘাটের মধ্যে চলাচল করবে। ট্রেনে বসেই যাত্রীরা রাজস্থানের মিনি কাশ্মীর থেকে ভিল বেরি জলপ্রপাত দর্শন করতে পারবেন। যাত্রা শুরুর প্রথম দিন এই ট্রেনে সওয়ার হয়েছিলেন রাজস্থানের বিজেপি বিধায়ক দিয়া কুমারী। স্কুল পড়ুয়া, সাধারণ মহিলাদের সঙ্গে এই বিশেষ ট্রেনে সওয়ার হওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি।

ট্রেনের বিশেষত্ব

১৫০ বছরের পুরানো বাষ্পচালিত ইঞ্জিনের রেপ্লিকা হল ভ্যালি কুইন হেরিটেজ ট্রেনের ইঞ্জিন। অন্য এক্সপ্রেস ট্রেনের তুলনায় এই ট্রেনে যাত্রীদের জন্য বিশেষ সুবিধার বন্দোবস্ত করা হয়েছে। যেমন, ট্রেনটি সম্পূর্ণ বাতানুকূল। আরামদায়ক সিটের পাশাপাশি প্রতিটি কামরায় দু-পাশে রয়েছে বড়-বড় কাচের জানালা। যার মাধ্যমে বাইরের দৃশ্য খুব ভালভাবে দেখা যাবে। অর্থাৎ ভিস্তাডোম কোচ। ফলে সিটে বসেই রাজস্থানের মিনি কাশ্মীর হিসাবে পরিচিত গোরাম ঘাটের প্রাকৃতিক সৌন্দর্য যেমন উপভোগ করা যাবে, তেমনই ভিল বেরি জলপ্রপাত থেকে পাহাড়- সবকিছুই ভালভাবে দেখা যাবে।

ট্রেনের সময়

রাজস্থানের হেরিটেজ ট্রেনটি সপ্তাহে চারদিন চলবে। সকাল সাড়ে ৮টার সময় মারওয়ার জংশন থেকে ট্রেনটি ছাড়বে এবং কামলিঘাট পৌঁছবে বেলা ১১টায়। মাঝে ফুলাদে ২৫ মিনিট স্টপেজ দেবে। এরপর কামলিঘাট থেকে দুপুর ৩টে নাগাদ ট্রেনটি ছাড়বে এবং মারওয়ার জংশনে পৌঁছবে বিকাল সাড়ে ৫টায়। প্রায় দুই শতক পুরানো এই রুটের মধ্যে সবুজ উপত্যকা, জলপ্রপাত, সেতু, টানেল- সবকিছুই পড়বে। অর্থাৎ মাত্র আড়াই ঘণ্টাতেই হেরিটেজ ট্রেনের এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হতে পারবেন পর্যটকেরা।

টিকিটের দাম

বিলাসবহুল ভ্যালি কুইন হেরিটেজ ট্রেনের ভাড়া কিছুটা বেশি। প্রতি টিকিটের দাম ২ হাজার টাকা। আপ ও ডাউন- উভয় ক্ষেত্রেই একই ভাড়া।