Dharmendra Pradhan: ‘ইন্ডিয়া’ জোটকে চ্যালেঞ্জ হিসাবে দেখছেন ধর্মেন্দ্র প্রধান, কারণও ব্যাখ্যা কেন্দ্রীয় মন্ত্রীর
Narendra Modi Govt: তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীই সরকার গড়বে বলে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় মন্ত্রী। এপ্রসঙ্গে মহিলা সংরক্ষণ বিলের উদাহরণ তুলে তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মা ও বোনেদের রাজনৈতিক অধিকার দিয়ে এক নজির গড়ে তুলেছেন।"
নয়া দিল্লি: বিজেপি ও এনডিএ কোনও নির্বাচনই হালকাভাবে নেয় না। তাই ‘ইন্ডিয়া’ (INDIA) জোটকেও চ্যালেঞ্জ হিসাবে মনে করছে। সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। একইসঙ্গে তিনি জানান, ২০২৪ লোকসভা ভোটে নিজের রাজ্য ওড়িশা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এব্যাপারে দলীয় নেতৃত্বের কাছে অনুরোধ জানিয়েছেন বলেও জানান ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)।
ধর্মেন্দ্র প্রধান বর্তমানে রাজ্যসভার সাংসদ। তবে এবার সরাসরি প্রতিদ্বন্দ্বিতার ময়দানে নামতে চান তিনি। তাই ২০২৪ লোকসভা নির্বাচনে তাঁকে টিকিট দেওয়ার জন্য দলীয় নেতৃত্বের কাছে অনুরোধ করেছেন বলেও অকপটে জানালেন ধর্মেন্দ্র প্রধান। আসন্ন নির্বাচনের দলীয় এজেন্ডা নিয়েও সাক্ষাৎকারে অকপট তিনি। বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে তৃতীয়বারের জন্য দেশকে সেবা করার সুযোগ পান, সেটা নিশ্চিত করাই বিজেপির এজেন্ডা।”
কেন্দ্র থেকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে হটাতে জোট বেঁধেছে অবিজেপি দলগুলি। সেই জোট ‘ইন্ডিয়া’ বিজেপির কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে বিরোধীদের দাবি। সেই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, “আমি মনে করি, ইন্ডিয়া সত্যিকারের চ্যালেঞ্জ। কারণ, বিজেপি এবং এনডিএ কোনও নির্বাচনই হালকাভাবে নেয় না। নীচু স্তরের কর্মী থেকে শীর্ষ নেতা- সকলেই প্রতিটি নির্বাচন গুরুতরভাবে নেন এবং প্রধানমন্ত্রী সামনে থেকে আমাদের নেতৃত্ব দেন।”
তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীই সরকার গড়বে বলে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় মন্ত্রী। এপ্রসঙ্গে মহিলা সংরক্ষণ বিলের উদাহরণ তুলে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মা ও বোনেদের রাজনৈতিক অধিকার দিয়ে এক নজির গড়ে তুলেছেন।” যদিও কংগ্রেস এই বিল প্রথম এনেছিল বলে দাবি জানিয়েছে। কিন্তু, কংগ্রেস তাদের জমানায় এই বিল পাশ করাতে পারেনি বলেও তোপ দাগেন ধর্মেন্দ্র প্রধান। একইসঙ্গে দেশে জাতিগত সমীক্ষা চালু করা নিয়ে রাহুল গান্ধীর দাবি প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর পাল্টা প্রশ্ন, গত ৭৫ বছরে কংগ্রেস ওবিসি ও দুর্বল সম্প্রদায়ের জন্য কী করেছে?