AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টিভিতে সিরিয়াল চলছিল, রান্নাঘরে তখন বউমা, ভাসুর আসতেই শুরু হল…পাড়ার লোকও ছিঃ ছিঃ করছে গোটা ঘটনায়

Crime: টিভিতে সিরিয়াল চলছিল, রান্নাঘরে কাজ করছিলেন বাড়ির বউ। রান্না করার ফাঁকেই এসে সিরিয়াল দেখছিলেন। রোজই এমন করেন। কিন্তু সেদিন বাধ সাধল ভাসুর। ভর দুপুরে মদ্যপ অবস্থায় এসেছিলেন তিনি। এসে বসে পড়েন টিভির সামনে।

টিভিতে সিরিয়াল চলছিল, রান্নাঘরে তখন বউমা, ভাসুর আসতেই শুরু হল...পাড়ার লোকও ছিঃ ছিঃ করছে গোটা ঘটনায়
প্রতীকী চিত্র।Image Credit: Meta AI
| Updated on: Mar 01, 2025 | 8:18 PM
Share

ভোপাল: টিভি সিরিয়াল এবং তাদের চরিত্রগুলি কীভাবে দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তার উদাহরণ প্রায়সময়ই মেলে। তবে সিরিয়ালের প্রভাব যে এত নেতিবাচক পড়তে পারে, তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। সিরিয়ালের প্রিয় চরিত্রকে গালমন্দ করায় নিজের ভাসুরের সঙ্গে চরম কাণ্ড ঘটালেন বাড়ির বউ।

টিভিতে সিরিয়াল চলছিল, রান্নাঘরে কাজ করছিলেন বাড়ির বউ। রান্না করার ফাঁকেই এসে সিরিয়াল দেখছিলেন। রোজই এমন করেন। কিন্তু সেদিন বাধ সাধল ভাসুর। ভর দুপুরে মদ্যপ অবস্থায় এসেছিলেন তিনি। এসে বসে পড়েন টিভির সামনে। সেখানে যে  সিরিয়াল চলছিল, তার মহিলা চরিত্রকে গালিগালাজ করতে থাকেন তিনি।

এদিকে, নিজের প্রিয় চরিত্রের নামে এমন গালমন্দ শুনতে চাননি বউমা। ভাসুরকে চুপ করতে বলেন। কিন্তু সে তো চুপ করতে নারাজ। লাগাতার এমন কু-কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে, রাগে মারাত্মক কাণ্ড ঘটালেন। কড়াইয়ে রাখা ফুটন্ত গরম তেল এনে ছিটিয়ে দিলেন ভাসুরের গায়ে। গরম তেলে সঙ্গে সঙ্গে ভাসুরের হাত সম্পূর্ণ পুড়ে যায়।

গোটা ঘটনায় হইচই পড়ে যায়।  হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল থেকে ছাড়া পেতেই দয়ারাম প্রজাপতি নামক ওই ব্যক্তি পুলিশে অভিযোগ জানান। ছোট ভাইয়ের স্ত্রী রাধার নামে অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের গোয়ালিয়রে।

এদিকে, পুলিশ জানিয়েছে ওই ব্যক্তি প্রতিদিনই মদ্যপ অবস্থায় আসতেন এবং লোকজনকে গালিগালাজ করতেন। শুধু সিরিয়ালের চরিত্রকে গালিগালাজ করার জন্য নাকি আগে থেকেই জমে থাকা রাগ থেকে এই কাণ্ড ঘটিয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।