AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja 2025: আবার ফিরছে ‘ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’, এবার নতুন কী কী চমক আছে?

Festival of India: এই উৎসব জুড়ে দিনভর চলবে একাধিক সঙ্গীতানুষ্ঠান। তবে শুধু গান-বাজনা নয়, ধুমধামের সঙ্গে পালিত হবে দুর্গাপুজো। ১০টা সকাল থেকে শুরু হওয়া লাইফস্টাইল এক্সপো জুড়ে থাকছে নানা দেশের অনন্য প্রদর্শনী— হ্যান্ডিক্রাফটস থেকে হাইস্ট্রিট ফ্যাশন, লাইফস্টাইল, ডেকর, বিউটি, টেকনোলজি, গয়না, পোশাক, আসবাব আর আরও অনেক কিছু। এছাড়াও খাদ্যপ্রেমীদের জন্য থাকছে ফুড ফেস্টিভ্যাল। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত আঞ্চলিক সব সুস্বাদু পদ পেয়ে যাবেন এক ছাদের তলায়। বাচ্চাদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয়েছে ওয়ার্কশপ,গেমস,কনটেস্ট,আর্ট কর্নার ও নানা এন্টারটেইনমেন্ট জোন। তাই ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন তারিখগুলি। আর পরিবার ও বন্ধুদের নিয়ে চলে আসুন এখানে

| Updated on: Sep 15, 2025 | 7:48 PM
Share
বিগত দু'বছর ধরে দিল্লির বুকে সাফল্যের সঙ্গে সবচেয়ে বড় দুর্গাপুজোর আয়োজন করে আসছে টিভি ৯। এবছরও তার অন্যথা হবে না। আবারও ফিরে আসছে 'টিভি ৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া'-সিজন ৩। এবার আগের চেয়েও আরও ধুমধামের সঙ্গে সেলিব্রেট হবে পুজো। রয়েছে আরও চমক। পাঁচ দিনের এই মেগা ইভেন্ট শুরু হবে ২৮ সেপ্টেম্বর। শেষ হবে ২ অক্টোবর। উৎসবটি পালিত হবে দিল্লির ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে।এ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে TV9 নেটওয়ার্কের চিফ অপারেটিং অফিসার কে বিক্রম বলেন, “গত দুবছর সাফল্যের সঙ্গে এই অনুষ্ঠান হয়েছে। আর এবার লাইভ মিউজিক কনসার্ট, সেলিব্রিটি ডিজেদের সঙ্গে হবে ডান্ডিয়া- গরবা। পাশাপাশি হবে দুর্গা পুজো।"

বিগত দু'বছর ধরে দিল্লির বুকে সাফল্যের সঙ্গে সবচেয়ে বড় দুর্গাপুজোর আয়োজন করে আসছে টিভি ৯। এবছরও তার অন্যথা হবে না। আবারও ফিরে আসছে 'টিভি ৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া'-সিজন ৩। এবার আগের চেয়েও আরও ধুমধামের সঙ্গে সেলিব্রেট হবে পুজো। রয়েছে আরও চমক। পাঁচ দিনের এই মেগা ইভেন্ট শুরু হবে ২৮ সেপ্টেম্বর। শেষ হবে ২ অক্টোবর। উৎসবটি পালিত হবে দিল্লির ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে।এ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে TV9 নেটওয়ার্কের চিফ অপারেটিং অফিসার কে বিক্রম বলেন, “গত দুবছর সাফল্যের সঙ্গে এই অনুষ্ঠান হয়েছে। আর এবার লাইভ মিউজিক কনসার্ট, সেলিব্রিটি ডিজেদের সঙ্গে হবে ডান্ডিয়া- গরবা। পাশাপাশি হবে দুর্গা পুজো।"

1 / 5
এই বছরের সংস্করণে বলিউডের সবচেয়ে বিখ্যাত সঙ্গীতশিল্পী - সচেত-পরম্পরা এবং শান - এর লাইভ পারফরম্যান্স থাকবে। সচেত-পরম্পরা ২৮ সেপ্টেম্বর, রবিবার এবং শান ১ অক্টোবর, বুধবার পরিবেশনা করবেন। সচেত-পরম্পরা জুটি এখন অন্যতম চর্চায়। কারণ, সাইয়ারা সিনেমায় তাঁদের গান 'আগার সাথ মেরে তু হ্যায় হামসফর' বর্তমানে খুবই জনপ্রিয়।

এই বছরের সংস্করণে বলিউডের সবচেয়ে বিখ্যাত সঙ্গীতশিল্পী - সচেত-পরম্পরা এবং শান - এর লাইভ পারফরম্যান্স থাকবে। সচেত-পরম্পরা ২৮ সেপ্টেম্বর, রবিবার এবং শান ১ অক্টোবর, বুধবার পরিবেশনা করবেন। সচেত-পরম্পরা জুটি এখন অন্যতম চর্চায়। কারণ, সাইয়ারা সিনেমায় তাঁদের গান 'আগার সাথ মেরে তু হ্যায় হামসফর' বর্তমানে খুবই জনপ্রিয়।

2 / 5
এছাড়া আসবেন শান। ভারতের অন্যতম 'গোল্ডেন ভয়েস' নামে পরিচিত। তাঁর গাওয়া একাধিক হিট গান আগের প্রজন্ম তো বটেই, এখনকার জেনারেশনকেও মুগ্ধ করেছে। তারপর বাড়তি পাওনা শান বাঙালি। ফলে দুর্গাপুজোয় তাঁর থাকা আলাদা মাত্রা যোগ করে বলাই যায়।

এছাড়া আসবেন শান। ভারতের অন্যতম 'গোল্ডেন ভয়েস' নামে পরিচিত। তাঁর গাওয়া একাধিক হিট গান আগের প্রজন্ম তো বটেই, এখনকার জেনারেশনকেও মুগ্ধ করেছে। তারপর বাড়তি পাওনা শান বাঙালি। ফলে দুর্গাপুজোয় তাঁর থাকা আলাদা মাত্রা যোগ করে বলাই যায়।

3 / 5
তিন দিন থাকছে দমদার 'ডান্ডিয়া ডান্স ফিউশন'— বলিউড গারবা আর ইডিএম। থাকছেন একাধিক সেলিব্রিটি ডিজেরা। ২৯ সেপ্টেম্বর ডিজে সাহিল গুলাটি,৩০ সেপ্টেম্বর ডিজে ডি’আর্ক আর ২ অক্টোবর এক আন্তর্জাতিক খ্যাতনামা ডিজে মঞ্চ কাঁপাবেন।

তিন দিন থাকছে দমদার 'ডান্ডিয়া ডান্স ফিউশন'— বলিউড গারবা আর ইডিএম। থাকছেন একাধিক সেলিব্রিটি ডিজেরা। ২৯ সেপ্টেম্বর ডিজে সাহিল গুলাটি,৩০ সেপ্টেম্বর ডিজে ডি’আর্ক আর ২ অক্টোবর এক আন্তর্জাতিক খ্যাতনামা ডিজে মঞ্চ কাঁপাবেন।

4 / 5
এই উৎসব জুড়ে দিনভর চলবে একাধিক সঙ্গীতানুষ্ঠান। তবে শুধু গান-বাজনা নয়, ধুমধামের সঙ্গে পালিত হবে দুর্গাপুজো। ১০টা সকাল থেকে শুরু হওয়া লাইফস্টাইল এক্সপো জুড়ে থাকছে নানা দেশের অনন্য প্রদর্শনী— হ্যান্ডিক্রাফটস থেকে হাইস্ট্রিট ফ্যাশন, লাইফস্টাইল, ডেকর, বিউটি, টেকনোলজি, গয়না, পোশাক, আসবাব আর আরও অনেক কিছু। এছাড়াও খাদ্যপ্রেমীদের জন্য থাকছে ফুড ফেস্টিভ্যাল। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত আঞ্চলিক সব সুস্বাদু পদ পেয়ে যাবেন এক ছাদের তলায়। বাচ্চাদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয়েছে ওয়ার্কশপ,গেমস,কনটেস্ট,আর্ট কর্নার ও নানা এন্টারটেইনমেন্ট জোন। তাই ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন তারিখগুলি। আর পরিবার ও বন্ধুদের নিয়ে চলে আসুন এখানে

এই উৎসব জুড়ে দিনভর চলবে একাধিক সঙ্গীতানুষ্ঠান। তবে শুধু গান-বাজনা নয়, ধুমধামের সঙ্গে পালিত হবে দুর্গাপুজো। ১০টা সকাল থেকে শুরু হওয়া লাইফস্টাইল এক্সপো জুড়ে থাকছে নানা দেশের অনন্য প্রদর্শনী— হ্যান্ডিক্রাফটস থেকে হাইস্ট্রিট ফ্যাশন, লাইফস্টাইল, ডেকর, বিউটি, টেকনোলজি, গয়না, পোশাক, আসবাব আর আরও অনেক কিছু। এছাড়াও খাদ্যপ্রেমীদের জন্য থাকছে ফুড ফেস্টিভ্যাল। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত আঞ্চলিক সব সুস্বাদু পদ পেয়ে যাবেন এক ছাদের তলায়। বাচ্চাদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয়েছে ওয়ার্কশপ,গেমস,কনটেস্ট,আর্ট কর্নার ও নানা এন্টারটেইনমেন্ট জোন। তাই ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন তারিখগুলি। আর পরিবার ও বন্ধুদের নিয়ে চলে আসুন এখানে

5 / 5