Amit Shah on Indians Evacuation: ‘উদ্ধারকার্যের ইতিবাচক প্রভাব পড়বে নির্বাচনে’, ইউক্রেনের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শাহ

Amit Shah on Indians Evacuation: সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় সরকার কীভাবে ইউক্রেনের পরিস্থিতি সামাল দিচ্ছে, বিশেষ সে দেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারকার্য সম্পর্কে জানতে চাওয়া হলে অমিত শাহ বলেন, "যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে দ্রুতগতিতে ভারতীয়দের, বিশেষ করে পড়ুয়াদের উদ্ধার করে আনা হচ্ছে।"

Amit Shah on Indians Evacuation: 'উদ্ধারকার্যের ইতিবাচক প্রভাব পড়বে নির্বাচনে', ইউক্রেনের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শাহ
অমিত শাহ। ছবি PTI
Follow Us:
| Edited By: | Updated on: Mar 06, 2022 | 8:06 AM

নয়া দিল্লি: দিন-প্রতিদিন আরও খারাপ হচ্ছে ইউক্রেন(Ukraine)-র পরিস্থিতি। রুশ সেনার গোলাবর্ষণে ধ্বংস হচ্ছে একের পর এক শহর। এই পরিস্থিতির মাঝেও সে দেশে আটকে পড়া ভারতীয়(Indians Stuck in Ukraine)-দের নিরাপদভাবে দেশে ফিরিয়ে আনতে দ্রুতগতিতে উদ্ধারকার্য চলছে। কেন্দ্রের তরফে চালু করা হয়েছে ‘অপারেশন গঙ্গা’ (Operation Ganga)। এছাড়াও ভারতীয় বায়ুসেনার তরফেও বিশেষ বিমানের আয়োজন করা হয়েছে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য। কেন্দ্রের এই উদ্যোগের প্রশংসা করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ (Amit Shah) বলেন, “যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার ইতিবাচক প্রভাব পড়বে বিধানসভা নির্বাচনে”। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই ইউক্রেনের পরিস্থিতির উপর কেন্দ্র নজর রাখছিল, সে বিষয়েও জানান তিনি।

শনিবারই বিজেপির তরফে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সভাপতি জেপি নাড্ডাও। তিনিও জানান, যে উত্তর প্রদেশ, উচত্তরাখণ্ড সহ যে চার রাজ্যে বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি, বিধানসভা নির্বাচনের পরও সেই রাজ্যগুলিতে ক্ষমতা ধরে রাখবে তারাই। পঞ্জাবেও দারুণ ফল করবে বিজেপি।

ওই সাংবাদিক বৈঠকেই কেন্দ্রীয় সরকার কীভাবে ইউক্রেনের পরিস্থিতি সামাল দিচ্ছে, বিশেষ সে দেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারকার্য সম্পর্কে জানতে চাওয়া হলে অমিত শাহ বলেন, “যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে দ্রুতগতিতে ভারতীয়দের, বিশেষ করে পড়ুয়াদের উদ্ধার করে আনা হচ্ছে। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের মাঝেই এই পরিস্থিতি সৃষ্টি হওয়ায়, সরকারের কাজের ইতিবাচক প্রভাব পড়বে নির্বৈচনের ফলেও।”

তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারি মাস থেকেই কেন্দ্র ইউক্রেনের পরিস্থিতির উপর নজর রাখছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সর্বাপেক্ষা গুরুত্বের সঙ্গে এই বিষয়টি সামলাচ্ছেন। রাশিয়ার সামরিক অভিযান শুরুর আগেই, গত ১৫ ফেব্রুয়ারিই কেন্দ্রের তরফে ভারতীয় পড়ুয়াদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছিল।

শাহ বলেন, “এখনও অবধি প্রায় ১৩ হাজারেরও বেশি ভারতীয় দেশে এসে পৌঁছেছে, আরও বিমান আসছে। সরকারের তরফে রাশিয়ান বলতে পারেন, এমন দল পাঠানো হয়েছে ইউক্রেনের সীমান্ত লাগোয়া দেশগুলিতে। একইসঙ্গে একটি বিশেষ কন্ট্রোল রুমও চালু করা হয়েছে। ৪ মার্চ অবধি আমরা ১৬ হাজার ভারতীয়দের ফিরিয়ে এনেছি। এই উদ্ধারকার্যের ইতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষ ও নির্বাচনের উপরে।”