Smriti Irani’s Challenge: রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ ছুড়লেন স্মৃতি, কী বললেন তিনি?
Rahul Gandhi-Smriti Irani: কেরল থেকে ফিরে রবিবার বিকালেই বারাণসী থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। সোমবারই তিনি আমেঠিতে প্রবেশ করেন। মঙ্গলবার তিনি রায়বরেলিতে থাকবেন। অন্যদিকে, সোমবার সকালেই লখনউ থেকে আমেঠিতে পৌঁছে গিয়েছেন স্মৃতি ইরানি। তিনি সেখানে চারদিন থাকবেন। সবমিলিয়ে, আমেঠির রাজনৈতিক উত্তাপ বাড়ছে।
আমেঠি: রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ (Bharat Jodo Nyay Yatra) সোমবার উত্তর প্রদেশে প্রবেশ করেছে। তারপরই সরাসরি রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ ছুড়লেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর দাবি, আসন্ন লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করলে পরাজিত হবেন। রাহুল গান্ধী (Rahul Gandhi) যদি জয়ের ব্যাপারে নিশ্চিত হন, তাহলে ওয়ানাড় ছেড়ে কেবল আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করুন বলেও চ্যালেঞ্জ ছুড়েছেন স্মৃতি ইরানি (Smriti Irani)।
২০১৯ লোকসভা নির্বাচনে আমেঠিতে রাহুল গান্ধীকে পরাজিত করে জয়ী হয়েছিলেন স্মৃতি ইরানি। এবছরও তার ব্যতিক্রম হবে না বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। অর্থাৎ এবারেও তিনি আমেঠি থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন জানিয়ে রাহুল গান্ধীকে তাঁর প্রতিদ্বন্দ্বী হওয়ার চ্যালেঞ্জ ছুড়লেন স্মৃতি।
এবারে রাহুল গান্ধী আদৌ আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাকি কেবল ওয়ানাড় থেকে লড়বেন, তা এখনও স্পষ্ট নয়। বলা ভাল, কংগ্রেসের শক্ত ঘাঁটি তথা সনিয়া গান্ধীর লোকসভা কেন্দ্র রায়বরেলিতেও কে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনও স্পষ্ট নয়। সনিয়া গান্ধী যে রাজ্যসভায় যাচ্ছেন, তা স্পষ্ট। ফলে তাঁর কেন্দ্রে এবারে সনিয়া-তনয়া প্রিয়ঙ্কা গান্ধী বঢরা প্রতিদ্বন্দ্বিতা করবেন নাকি রাহুল গান্ধী এই কেন্দ্রে ফিরে আসবেন তা নিয়ে জল্পনা চলছে। আবার কংগ্রেসের অন্য কোনও শীর্ষ নেতাও এই কেন্দ্রে দাঁড়াতে পারেন বলে শোনা যাচ্ছে।
রাহুল গান্ধীর অবশ্য রায়বরেলি থেকে আমেঠি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা বেশি। কেননা এবারের নির্বাচন তাঁর পুরানো ঘাঁটি পুনরুদ্ধার করার লড়াই হতে পারে। প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশের মন্তব্যে সেই জল্পনা আরও জোরদার হয়েছে। স্মৃতি ইরানির ছোড়া চ্যালেঞ্জের জবাবে তিনি বলেন, “রাহুল গান্ধী আমেঠি থেকে তিনবার সাংসদ হয়েছেন। বাবা রাজীব গান্ধীর মতো তাঁরও আমেঠির সঙ্গে সম্পর্কের শিকড় গভীর পর্যন্ত রয়েছে।”
যদিও ২০১৯ -এর লোকসভা নির্বাচনের ফল সেই সম্পর্কের গভীরতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। তবে এবার উত্তর প্রদেশে ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন রাগা। এর মধ্য দিয়েই তিনি উত্তর প্রদেশের মানুষের সঙ্গে জনসংযোগ করে সকলের মন জয় করতে তৎপর। তবে এটা করে আদৌ তিনি যোগী রাজ্যের বাসিন্দাদের মন জয় করতে পারবেন কিনা তা নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন স্মৃতি ইরানি।
প্রসঙ্গত, কেরল থেকে ফিরে রবিবার বিকালেই বারাণসী থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। সোমবারই তিনি আমেঠিতে প্রবেশ করেন। মঙ্গলবার তিনি রায়বরেলিতে থাকবেন। অন্যদিকে, সোমবার সকালেই লখনউ থেকে আমেঠিতে পৌঁছে গিয়েছেন স্মৃতি ইরানি। তিনি সেখানে চারদিন থাকবেন। সবমিলিয়ে, আমেঠির রাজনৈতিক উত্তাপ বাড়ছে।