Didi Cafe: ‘দিদি শব্দটা মনে গেঁথে গিয়েছে’, যোগীরাজ্যে ‘দিদি ক্যাফে’ নিয়ে কটাক্ষ কুণালের
Kunal Ghosh: দিদি ক্যান্টিন নিয়ে উত্তর প্রদেশ সরকারকে কটাক্ষ করে কুণাল বলেন, "এরা কাজও করে বাংলার পরে, নামকরণেও অবচেতনে বাংলাকে প্রণাম জানায়"। কুণাল ঘোষের এই পোস্টের প্রেক্ষিতে রাজ্য বিজেপির কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও, কোনও উত্তর মেলেনি।
সম্প্রতিই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথের উপস্থিতিতে ক্যাবিনেট বৈঠকে মহিলাদের স্বনির্ভর করার জন্য ক্যান্টিন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মহিলা স্বনির্ভর গোষ্ঠী এই ক্যান্টিন পরিচালন করবে। একদিকে যেখানে কম খরচে খাবার পাওয়া যাবে, পাশাপাশি মহিলাদের কর্মসংস্থানের সুযোগও তৈরি করা হবে।
দিদি ক্যান্টিন নিয়ে উত্তর প্রদেশ সরকারকে কটাক্ষ করে কুণাল বলেন, “এরা কাজও করে বাংলার পরে, নামকরণেও অবচেতনে বাংলাকে প্রণাম জানায়”। কুণাল ঘোষের এই পোস্টের প্রেক্ষিতে রাজ্য বিজেপির কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও, কোনও উত্তর মেলেনি।
উল্লেখ্য, এর আগেও পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তর প্রদেশের কাজের তুলনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ২০২১ সালে উত্তর প্রদেশ সরকার উন্নয়ন নিয়ে একটি বিজ্ঞাপনে কলকাতার ‘মা ফ্লাইওভার’-র ছবি ব্যবহার করা হয়েছিল। তা নিয়েও বিস্তর বিতর্ক, জলঘোলা হয়েছিল।
উত্তর প্রদেশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিভিন্ন পুরসভাতে এই ক্যাফে চালু করা হবে। আপাতত প্রথম ধাপে আগ্রা ডিভিশনে এই ক্যাফে চালু করা হবে। পরে সাফল্য মিললে মথুরা, বৃন্দাবন, ফিরোজাবাদ, লখনউ, অযোধ্যা, প্রয়াগরাজ, কানপুর, ঝাঁসি, গাজিয়াবাদ, বরৈলি, মিরাট, আলিগড়, মোরাদাবাদ, সাহারানপুর ও শাহজাহানপুরেও এই ক্য়াফে চালু করা হবে।