Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Video: মাত্র ২০ মিনিটেই পরিষ্কার হয়ে যাবে ২৪ কোচের ট্রেন, কীভাবে দেখুন

Automatic coach washing plant: রেলের তরফে জানানো হয়েছে, স্বয়ংক্রিয় কোচ সাফাই প্ল্যান্টের মাধ্যমে ট্রেনের বাইরের অংশ থেকে কোচের ভিতরের পর্যন্ত সাফাই হবে। লোকাল ট্রেন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের মতো দূরপাল্লার বিলাসবহুল ট্রেনও সাফাই হবে। এই প্ল্যান্টের মাধ্যমে ১৫-২০ মিনিটের মধ্যেই ২৪টি কোচ বিশিষ্ট সমগ্র ট্রেন পরিষ্কার হয়ে যাবে।

Video: মাত্র ২০ মিনিটেই পরিষ্কার হয়ে যাবে ২৪ কোচের ট্রেন, কীভাবে দেখুন
স্বয়ংক্রিয় প্ল্যান্টে পরিষ্কার হচ্ছে আস্ত ট্রেন। Image Credit source: facebook
Follow Us:
| Updated on: Feb 18, 2024 | 8:45 PM

নয়া দিল্লি: প্রযুক্তি ক্ষেত্রে আরও এক ধাপ এগোল ভারতীয় রেলওয়ে। এবার মেশিনের মাধ্যমে কয়েক মিনিটেই পরিষ্কার হয়ে যাবে ট্রেনের কোচ। একেবারে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমেই ট্রেনের ছাদ থেকে কোচের ভিতর পর্যন্ত সাফাই করা যাবে। এই পরিকল্পনা কথার আগেই জানিয়েছিল রেল কর্তৃপক্ষ। এবার দেশের বিভিন্ন স্টেশনে বসতে চলেছে এই স্বয়ংক্রিয় সাফাই প্ল্যান্ট। এটির নাম দেওয়া হয়েছে, অটোমেটিক কোচ ওয়াশিং প্ল্যান্ট (Automatic coach washing plant)। কীভাবে এই প্ল্যান্টের মাধ্যমে আস্ত একটি ট্রেন সাফাই করা যাবে, তার একটি ভিডিয়ো রেল মন্ত্রকের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।

রেলের তরফে জানানো হয়েছে, স্বয়ংক্রিয় কোচ সাফাই প্ল্যান্টের মাধ্যমে ট্রেনের বাইরের অংশ থেকে কোচের ভিতরের পর্যন্ত সাফাই হবে। লোকাল ট্রেন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের মতো দূরপাল্লার বিলাসবহুল ট্রেনও সাফাই হবে। এই প্ল্যান্টের মাধ্যমে ১৫-২০ মিনিটের মধ্যেই ২৪টি কোচ বিশিষ্ট সমগ্র ট্রেন পরিষ্কার হয়ে যাবে। এভাবে পরিষ্কারের ফলে আর্থিক খরচ যেমন কমবে, তেমন জলও কম লাগবে।

স্বয়ংক্রিয় কোচ সাফাই প্ল্যান্টের মাধ্যমে কীভাবে ট্রেন সাফাই হবে?

রেল মন্ত্রকের তরফে পোস্ট করা ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, স্বয়ংক্রিয় কোচ সাফাই প্ল্যান্টের মাধ্যমে বন্দে ভারত এক্সপ্রেস পরিষ্কার করা হচ্ছে। ট্রেনটি ট্র্যাকে এগিয়ে আসছে এবং স্বয়ংক্রিয় মেশিন থেকে বেরোনো জল গোটা ট্রেনটি ধুয়ে দিচ্ছে। ট্রেনের ছাদ থেকে শুরু করে কোচের বাইরে এবং ভিতর পর্যন্ত পরিষ্কার করা হচ্ছে। কোচের ভিতরের অংশ ধোয়ার জন্য সলিউশন ঘূর্ণামান ব্রাশ ব্যবহার করা হচ্ছে। এছাড়া বর্জ্য পরিশোধন ব্যবস্থাও রয়েছে এই প্ল্যান্টে।

মূলত, জলের অপচয় এবং আর্থিক খরচ কমাতেই স্বয়ংক্রিয় কোচ সাফাই প্ল্যান্ট চালু করছে রেল কর্তৃপক্ষ। শীঘ্রই দেশের ৭৩টি স্থানে এই প্ল্যান্ট বসানো হবে বলেও ভিডিয়োতে উল্লেখ করেছে রেল মন্ত্রক।