PM Modi-CM Mamata Banerjee Meeting: আজ রাজধানীতে মুখোমুখি মোদী-মমতা, পারবেন বকেয়া বরাদ্দ আদায় করে আনতে?

Central Dues: বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের যে বিপুল বরাদ্দ বকেয়া পড়ে রয়েছে বলে অভিযোগ তৃণমূলের, তাই-ই প্রধানমন্ত্রী মোদীর কাছে তুলে ধরবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের ১০ সাংসদও।   

PM Modi-CM Mamata Banerjee Meeting: আজ রাজধানীতে মুখোমুখি মোদী-মমতা, পারবেন বকেয়া বরাদ্দ আদায় করে আনতে?
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 10:12 AM

নয়া দিল্লি: হাইভোল্টেজ বুধবার। রাজধানীতে আজ মুখোমুখি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বরাবরই সরব তৃণমূল কংগ্রেস (TMC)। দলের নেত্রীও বিভিন্ন সময়ে কেন্দ্রকে দুষেছেন প্রাপ্য টাকা না মেটানো নিয়ে। এবার সরাসরি প্রধানমন্ত্রী মোদীর কাছে গিয়েই অভিযোগ জানাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মোদী-মমতার বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সহ তৃণমূলের ১০ সাংসদও। 

দীর্ঘ প্রতীক্ষার পর আজ, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১১টায় এই বৈঠক হবে। ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের যে বিপুল বরাদ্দ বকেয়া পড়ে রয়েছে বলে অভিযোগ তৃণমূলের, তাই-ই প্রধানমন্ত্রী মোদীর কাছে তুলে ধরবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের ১০ সাংসদও।

বিভিন্ন প্রকল্পে নির্দিষ্ট সময়ে কেন্দ্র টাকা না দেওয়ায়, বহু উন্নয়নমূলক কাজ আটকে পড়ে রয়েছে- দীর্ঘদিন ধরেই এই অভিযোগ তুলে আসছে রাজ্য সরকার। গরিব মানুষদের প্রাপ্য টাকা থেকে বঞ্চনার প্রতিবাদে রাজ্যের পাশাপাশি এর আগে দিল্লিতে গিয়েও বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেস। কৃষি ভবনে তৃণমূলের অবস্থান বিক্ষোভ ঘিরে তুমুল অশান্তির সৃষ্টি হয়েছিল। আটক করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র সহ একাধিক তৃণমূল সাংসদকে। তৃণমূলের অভিযোগ ছিল, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বা প্রতিমন্ত্রী-কেউই দেখা করেননি তাঁদের সঙ্গে। যদিও কেন্দ্রের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়। আজ প্রধানমন্ত্রীর বৈঠকের পর বকেয়া অর্থ নিয়ে কোনও সুরাহা হয় কি না, তাই-ই দেখার।