AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

News9 Global Summit: ‘নারীরা যখন এগিয়ে যায়, মানবতাও তাঁদের সঙ্গে এগিয়ে যায়’, News9 গ্লোবাল সামিটে সমাজের নতুন দিগন্তের কথা বললেন টিভি৯ নেটওয়ার্কের MD এবং CEO বরুণ দাস

News9 Global Summit Updates: এবারের নিউজ৯ গ্লোবাল সামিট সেইসব নারীদের মনে করছে যাঁরা পরিবর্তনে বিশ্বাসী, যাঁদের হাত ধরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে এই সমাজ। যাঁরা হয়ে উঠেছেন সমাজের অনুপ্রেরণা। যাঁদের উদ্ভাবনী ক্ষমতা বর্তমান সমাজের অন্যতম প্রধান চালিকা শক্তি।

News9 Global Summit: ‘নারীরা যখন এগিয়ে যায়, মানবতাও তাঁদের সঙ্গে এগিয়ে যায়’, News9 গ্লোবাল সামিটে সমাজের নতুন দিগন্তের কথা বললেন টিভি৯ নেটওয়ার্কের MD এবং CEO বরুণ দাস
TV9 নেটওয়ার্কের এমডি এবং সিইও বরুণ দাস Image Credit: News9
| Edited By: | Updated on: Aug 27, 2025 | 9:23 PM
Share

আবু ধাবি: নিউজ৯ গ্লোবাল সামিট UAE এডিশনের দ্বিতীয় সংস্করণ বুধবার থেকেই পুরোদমে শুরু হয়ে গিয়েছে। বসেছে চাঁদের হাট। সমাজের নানা স্তরের বিশিষ্ট ব্যক্তিরা যেমন রয়েছেন তেমনই বলিউডের খ্যাতনামা সব তারকা, একাধিক নামজাদা ব্যক্তি, শিল্পপতিরা হাজির হয়েছেন। উদ্ধোধনী অনুষ্ঠানের শুরুতেই SHEeconomy এজেন্ডা নিয়ে বক্তব্য রাখলেন TV9 নেটওয়ার্কের এমডি এবং সিইও বরুণ দাস। ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তির চেতনার উপর বলতে গিয়ে শুরুতেই নারী ক্ষমতায়ন নিয়ে জোর দেন তিনি। বলেন, “আজকের সমাজ জীবনের সকল ক্ষেত্র বৌদ্ধিক শ্রেষ্ঠত্ব দ্বারা চালিত। নারীরা অনেক অর্জন করেছে, তবে এখনও অনেক কিছু অর্জন করা বাকি রয়েছে।” 

নারী ক্ষমতায়নের আধারে নতুন সমাজ, নতুন ভাবধারা, নতুন চেতনা সম্পর্কে বলতে গিয়ে TV9 নেটওয়ার্কের এমডি এবং সিইও বরুণ দাস আরও বলেন, “আজকের সমাজ বৌদ্ধিক শ্রেষ্ঠত্ব দ্বারা সামগ্রিকভাবে পরিচালিত। এর মধ্যে একাধারে যেমন রয়েছে দূরদর্শিতা, জ্ঞান, অন্যদিকে রয়েছে নমনীয়তা এবং সহানুভূতি। কিন্তু এখনও জীবনের, সমাজের, সকল ক্ষেত্রে শীর্ষ পদগুলিতে, শীর্ষস্থানগুলি পুরুষদেরই আধিপত্য দেখা যায়। আমরা অনেকটা এগিয়েছি, নারীরা অনেক বাধা অতিক্রম করেছে। কিন্তু আমাদের আরও অনেক কিছু করার আছে।”  

“নারীরা এগিয়ে যায়, তখন মানবতাও তাদের সঙ্গে এগিয়ে যায়।” 

প্রসঙ্গত, এবারের নিউজ৯ গ্লোবাল সামিট সেইসব নারীদের মনে করছে যাঁরা পরিবর্তনে বিশ্বাসী, যাঁদের হাত ধরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে এই সমাজ। যাঁরা হয়ে উঠেছেন সমাজের অনুপ্রেরণা। যাঁদের উদ্ভাবনী ক্ষমতা বর্তমান সমাজের অন্যতম প্রধান চালিকা শক্তি।

সমাজে নতুন ভাবধারার আঙ্গিক, নতুন চিন্তার দিগন্ত নিয়ে খোলামেলাভাবেই এদিন নিজের মতামত ব্যক্ত করেন TV9 নেটওয়ার্কের এমডি এবং সিইও বরুণ দাস। নারী ক্ষমতায়নের আধারে এক স্বাধীনচেতা সমাজব্যবস্থা সম্পর্কে বলতে গিয়ে বলেন, “শুধু বিয়ের ক্ষেত্রেই তাঁরা আমাদের অর্ধেক আকাশ নয়! আপনি যদি আমাদের চারপাশে তাকিয়ে দেখেন তাহলে সমাজের প্রতিটা ক্ষেত্রেই তাঁরা আমাদের অর্ধেক আকাশ হতে পারে না?” এরপরই তাঁর সংযোজন, “যখন নারীরা এগিয়ে যায়, তখন পুরো সমাজ তাদের সঙ্গে এগিয়ে যায়। যখন নারীরা এগিয়ে যায়, তখন মানবতাও তাদের সঙ্গে এগিয়ে যায়।”