AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Case: ‘কেন ছড়িয়ে পড়ল নির্যাতিতার দেহের ছবি?’, আরজি কর মামলায় উদ্বেগ প্রধান বিচারপতির

RG Kar Case-Supreme Court: গত ৯ অগস্ট সকালে আরজি কর হাসপাতালের সেমিনার রুমে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। সেই ঘটনায় সুপ্রিম কোর্টে একের পর এক প্রশ্ন তুলল। হাসপাতালের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন।

RG Kar Case: 'কেন ছড়িয়ে পড়ল নির্যাতিতার দেহের ছবি?', আরজি কর মামলায় উদ্বেগ প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিImage Credit: GFX- TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 20, 2024 | 12:20 PM
Share

নয়া দিল্লি: আরজি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর প্রায় দেড় সপ্তাহ কেটে গিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে সামনে এসেছে নির্যাতিতার নাম। ছড়িয়ে পড়েছে ছবিও। তা নিয়েই এবার প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। কার্যত উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

প্রধান বিচারপতি বলেন, “নির্যাতিতার নাম ও ছবি ছড়িয়ে পড়েছে। এমনকী ময়নাতদন্তের আগের ও পরের ভিডিয়ো ক্লিপ ছড়িয়ে পড়েছে, যেখানে দেহ দেখা যাচ্ছে। একটা প্যারামিটার আছে, সুপ্রিম কোর্টের গাইডলাইনও আছে। তারপর কীভাবে এটা হল?”

প্রধান বিচারপতির প্রশ্নের মুখে আইনজীবী (রাজ্য সরকারের তরফে) কপিল সিবল বলেন, ‘পুলিশ যাওয়ার আগেই ছবি তোলা হয়েছে। আমরা পুরো জায়গাটা ঘিরে রেখেছিলাম।’

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের গাইডলাইনই শুধু নয়, নির্যাতিতার নাম প্রকাশ্য়ে আনার ক্ষেত্রে নির্দিষ্ট আইনও আছে। ভারতীয় আইনে ধর্ষণ বা যৌন হেনস্থার ঘটনায় নির্যাতিতার নাম, পরিচয় বা ছবি প্রকাশ করা যায় না। এমন কোনও তথ্য যা প্রকাশ করলে নির্যাতিতার পরিচয় জানা যেতে পারে, তাও প্রকাশ করা যায় না।

এদিন প্রধান বিচারপতি বলেন, ‘একজন তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছে, তাঁকে এইটুকু মর্যাদা দেওয়া উচিত।’ এছাড়া আরজি করে যে ঘটনা ঘটেছে, তা ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।