PSC Exam: পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশও করে গিয়েছিল ৩ জন! ST সার্টিফিকেটের রহস্য ফাঁস হতেই খেলা শেষ
Fake ST certificate: সদ্য তিন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করার কথা জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। তিনজনই আবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। কমিশন তাদের ওয়েবসাইটে জানিয়েছে তফসিলি উপজাতি বা এসটি ক্যাটাগরিতে এই তিন পরীক্ষার্থী আবেদন করেছিলেন।

কলকাতা: আবেদনের সময় জমা দেওয়া হয়েছিল তফসিলি উপজাতির শংসাপত্র। কিন্তু, খতিয়ে দেখতেই দেখা গেল সবটাই ভুয়ো। তা আবার যে কোনও পরীক্ষায় নয় মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্টের (ফাইনাল) পরীক্ষায় ঘটেছে এমন ঘটনা। ওয়াকিবহাল মহলের ধারনা, ঘুরপথে এসএসি/এসটি হওয়ার সুবিধা নিয়ে চাকরির সুযোগ বাড়ানোর চেষ্টাতেই ভুয়ো শংসাপত্র তৈরি করা হয়েছিল। কিন্তু দিনের শেষে তা ধরা পড়ে যেতেই তিন তিন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হল।
সদ্য তিন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করার কথা জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। তিনজনই আবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। কমিশন তাদের ওয়েবসাইটে জানিয়েছে তফসিলি উপজাতি বা এসটি ক্যাটাগরিতে এই তিন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। তিন প্রার্থীর দেওয়া শংসাপত্র খতিয়ে দেখতে গিয়ে পিএসসি-র নজরে পড়ে এই তিনজনের কেউই এসটি ক্যাটাগরির মধ্যে পড়েন না। তিনজনের নামও প্রকাশ করে দিয়েছে পিএসসি।
পিএসসি জানিয়েছে, সন্তু পান (রোল নম্বর ১১১২৭১১), দেবব্রত পাল (রোল নম্বর ১৫১৫২৭১) ও রাহুল মাহাতো (রোল নম্বর ১৭১১৬৬৭) পরীক্ষায় উত্তীর্ণ হলেও কেউ তফসিলি উপজাতির অন্তর্ভুক্ত নয়। তথ্য নজরে আসতেই তড়িঘড়ি অ্যাকশন নেয় পিএসসি। দ্রুত পরীক্ষা বাতিলের কথা খাতায়-কলমে জানিয়ে দেওয়া হয়। এদিকে এরকম এ পরীক্ষায় এ ধরনের ঘটনার খবর সামনে আসতেই অন্য়ান্য আবেদনকারীদের কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে। শুরুতেই আবেদন প্রক্রিয়ার সময়েই কেন সবটা ধরা পড়ল না সেই প্রশ্ন উঠছে।
